WBSSC SLST: এসএসসি-র নিয়োগ পরীক্ষা রবিবার! স্বচ্ছতা বজায় রাখতে একগুচ্ছ নিয়মাবলি জানালেন চেয়ারম্যান

People's Reporter: চেয়ারম্যান জানিয়েছেন, যাঁদের অ্যাডমিটে বিভ্রান্তি আছে, তাদের সকাল ১০ টার মধ্যে পরীক্ষা হলে ঢুকতে হবে। সঙ্গে নিজে অ্যাটেস্টেড করা আধার কার্ড পরীক্ষা হলে নিয়ে যেতে হবে।
এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ছবি - সংগৃহীত
Published on

দীর্ঘ ৯ বছর পর অবশেষে রবিবার হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) দ্বিতীয় SLST পরীক্ষা। আগামী সপ্তাহের ১৪ সেপ্টেম্বরও আয়োজিত করা হয়েছে পরীক্ষা। ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদের জন্য পরীক্ষা দেবেন প্রায় ৫ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী। আগামীকাল নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষা দেবে ৩ লক্ষ ১৯হাজার। বাকিরা ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য দেবেন। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। শনিবার নিয়ম সম্পর্কে কড়া ভাবে বার্তা দিয়ে জানালেন স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

মোট ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে আর শেষ হবে দুপুর ১টা ৩০ মিনিটে। প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাবে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে। প্রশ্নপত্র বিতরণ হবে ১১টা ৪৫ মিনিটে। তখন পরীক্ষার্থীরা নিজের নামটুকুই লিখতে পারবেন। উত্তর লেখা শুরু করতে হবে দুপুর ১২টা থেকে।

সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের শেষ সময় সকাল ১১টা ৪৫। আর যে ঘরে পরীক্ষা হবে, সেখানে প্রবেশের শেষ সময় বেলা ১২টা। তবে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের তল্লাসি হবে মেটাল ডিটেক্টর দিয়ে। ফোন, স্মার্ট ঘড়ি বা ক্যালকুলেটর - কোনও ইলেকট্রনিক জিনিস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। জলের বোতল আনতে হবে স্বচ্ছ। এমনকি লেখার জন্য পেন আনলেও সেটাও হতে হবে স্বচ্ছ। কারও পেন বিকল হয়ে গেলে এসএসসি-র তরফ থেকে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অ্যাডমিট কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় নথি ফোল্ডারে নিয়ে গেলে, তা-ও স্বচ্ছ হতে হবে।

অন্যদিকে, অ্যাডমিট কার্ড নিয়ে এখনও পর্যন্ত একাধিক অভিযোগ এসেছে। জানা যাচ্ছে, অনেকেরই অসম্পূর্ণ অ্যাডমিট কার্ড এসেছে। চেয়ারম্যান জানিয়েছেন, যাঁদের অ্যাডমিটে বিভ্রান্তি আছে, তাদের সকাল ১০ টার মধ্যে পরীক্ষা হলে ঢুকতে হবে। সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, নিজে অ্যাটেস্টেড করা আধার কার্ড, পরীক্ষা হলে নিয়ে যেতে হবে।

সিদ্ধার্থ জানিয়েছেন, প্রশ্নপত্র সুরক্ষিত। তবে যদি কেউ বেআইনি ভাবে কিছু করার চেষ্টা করেন, আধঘণ্টার মধ্যে তিনি ধরা পড়ে যাবেন। তিনি বলেন, ‘‘৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী কাল পরীক্ষা দেবে। প্রতিটি প্রশ্নপত্রের জন্য থাকছে আলাদা আলাদা সিকিউরিটি ফিচার। অ্যাডমিট কার্ড স্ক্যান করারও ব্যবস্থা থাকবে। সব পরীক্ষাকেন্দ্রই স্পর্শকাতর আমাদের কাছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবেন না।’’

এদিকে প্রশ্নফাঁসের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম অরিন্দম পাল। পুলিশ সূত্রে খবর, ২ দিন আগে একটি পোস্ট করেন ধৃত ব্যক্তি। সেখানে নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা দাবি করে লেখেন, ফোনে চাকরি দেওয়ার নামে তাঁর থেকে ১৪ লক্ষ টাকা চাওয়া হয়। বলা হয়, পরীক্ষার ২ দিন আগেই প্রশ্ন ও উত্তরপত্র দিয়ে দেওয়া হবে।

এই পোস্টের পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ নয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। তিনি চন্দ্রকোণার মাংরুল গ্রামের বিজেপি নেতা। পুলিশের দাবি, রাজ্যের শাসক দলকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই ফেসবুকে এহেন পোস্ট করেছিলেন অরিন্দম।

এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
Chandranath Sinha: নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিং

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in