প্রাক্তন CPIM বিধায়ককে বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি তৃণমূলের, পাত্তাই দিলেন না অমিয় পাত্র

সুজন চক্রবর্তী বলেন, "দলের মধ্যে দর পাচ্ছেন না। দর বাড়াবার জন্য এইসব আবোলতাবোল কথা বলছেন। অমিয় পাত্রকে গোটা বাঁকুড়া জেলার মানুষ চেনে। তাঁর সম্পর্কে কথা বলার আগে যোগ্যতার পরিমাপ করা দরকার।"
প্রাক্তন CPIM বিধায়ককে বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি তৃণমূলের, পাত্তাই দিলেন না অমিয় পাত্র
Published on

পঞ্চায়েতের আগে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রকে বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি দিলেন তালড্যাংরা ব্লক তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায়। যদিও তৃণমূল নেতার কথায় পাত্তাই দিলেন না অমিয় পাত্র।

৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে শাসক-বিরোধী সব পক্ষই জোরকদমে প্রচারে নেমেছে। এমনই এক প্রচার সভায় সিপিআইএম-র উদ্দেশ্যে তীব্র আক্রমণ করেন তারাশঙ্কর রায়। তালড্যাংরার প্রাক্তন সিপিআইএম বিধায়ক অমিয় পাত্রের নাম করে তিনি বলেন, "অমিয় বাবুকে বলি, কিছুদিন আগেও তো বলছিলেন লক্ষীর ভান্ডার ভিক্ষার দান। সকলকে মমতা ব্যানার্জি ভিক্ষা দিচ্ছে লক্ষীর ভান্ডারের মাধ্যমে। এই প্রকল্প তুলে দেওয়া হবে। কিন্তু এখন কেন বলছেন লক্ষীর ভান্ডার তুলে দেবেন না। আপনি লক্ষীর ভান্ডার তুলে দেওয়ার কে? কোন চাঁদু আপনি?"

অমিয় পাত্রর উদ্দেশ্যে তিনি আরও বলেন, "তৃণমূল কংগ্রেসের শান্ত রূপ দেখেছেন, উগ্রতা দেখেননি। তালড্যাংরা বাজারে সিগারেট খাচ্ছেন, সিগারেটটা চুপচাপ খান আর ঘরে ঢুকে যান। তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষেপে যাবে সেদিন আর থাকতে দেবো না বাড়িতে। ঘরছাড়া করে দেবো।"

যদিও তৃণমূলের ব্লক সভাপতির কথায় গুরুত্ব দিতে নারাজ অমিয় পাত্র। তিনি বলেন, 'হেরে যাওয়ার ভয়ে ওরা এখন এসব ভুলভাল কথাবার্তা বলছে। শুনে মনে হল প্রলাপ বকছে। এই ধরণের বক্তব্যে কিছু না বলাই ভালো আর আমি বলতে চাইও না।'

এই বিষয়ে মুখ খুলেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির আর এক সদস্য সুজন চক্রবর্তী। তারাশঙ্কর রায়কে আক্রমণ করে তিনি বলেন, "দলের মধ্যে দর পাচ্ছেন না। দর বাড়াবার জন্য এইসব আবোলতাবোল কথা বলছেন। অমিয় পাত্রকে গোটা বাঁকুড়া জেলার মানুষ চেনে। তালড্যাংরার ঘরের ছেলে সে। প্রাক্তন বিধায়ক। তাঁর সম্পর্কে কথা বলার আগে যে বা যারা বলছেন তাঁদের যোগ্যতার পরিমাপ করা দরকার।"

প্রাক্তন CPIM বিধায়ককে বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি তৃণমূলের, পাত্তাই দিলেন না অমিয় পাত্র
পুলিশের সমর্থন বেশি দিন থাকবে না, মানুষ কিন্তু জাগছে - তৃণমূলকে হুঁশিয়ারি মীনাক্ষীর
প্রাক্তন CPIM বিধায়ককে বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি তৃণমূলের, পাত্তাই দিলেন না অমিয় পাত্র
গ্রেফতারি পরোয়ানা জারি, তবু গ্রেফতার নয় TMC-BJP প্রার্থীরা! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বামেরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in