WB Panchayat Polls: 'সাপ খোলস বদলালেও বিষ তো কমে না' - শুভেন্দুকে তীব্র কটাক্ষ সুজনের

সুজন চক্রবর্তী শুভেন্দুর উদ্দেশ্যে বলেন, 'প্রথমে তৃণমূলের এমপি, তৃণমূলের মন্ত্রী এবং তারপর খোলশ বদলে বিজেপিতে গেল। কিন্তু বিজেপিতে গেলেও একইভাবে চলবে।'
শুভেন্দুকে কটাক্ষ সুজন চক্রবর্তীর
শুভেন্দুকে কটাক্ষ সুজন চক্রবর্তীরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে বাম কর্মী সমর্থকদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী

আগামী শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। একদফাতেই হবে নির্বাচন। তার আগে জোরকদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার। শনিবার খেজুরিতে নির্বাচনী প্রচারে গিয়ে সিপিআইএমকে তৃণমূলের বি টিম বলে কটাক্ষ করেন শুভেন্দু। পাল্টা সুর চড়িয়েছেন সুজন চক্রবর্তীও। তিনি শুভেন্দুর উদ্দেশ্যে বলেন, 'প্রথমে তৃণমূলের এমপি, তৃণমূলের মন্ত্রী এবং তারপর খোলস বদলে বিজেপিতে যাওয়া। কিন্তু বিজেপিতে গেলেও একইভাবে চলবে। সাপ খোলস বদলালে রূপের পরিবর্তন হতে পারে কিন্তু বিষ তো একই থাকে। তৃণমূল এবং বিজেপি যেভাব চলে তার সাথে বাংলার সংস্কৃতি মেলেনা।'

নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'সিপিআইএম-র ফাঁদে পা দেবেন না। কমেরেডদের বলবো আপনাদের নেতা সীতারাম ইয়েচুরি পাটনায় বসে মমতা ব্যানার্জির সাথে ফিস ফ্রাই খাচ্ছেন। আপনাদেরকে ভোট দেওয়া মানে সেই চোর তৃণমূলকে ভোট দেওয়া। পশ্চিমবঙ্গে তৃণমূলের বি টিম হচ্ছে সিপিআইএম এবং কংগ্রেস। দিল্লিতে কংগ্রেসের বি টিম তৃণমূল আর সিপিআইএম। কেরালায় আবার সিপিআইএম কংগ্রেস মুখোমুখি।'

প্রসঙ্গত, বিজেপিকে ভোট দেওয়ার জন্য বামেদের কাছে শুভেন্দুর আর্জি এই প্রথম নয়। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগেও একাধিক দলীয় কর্মসূচিতে গিয়ে তিনি বামেদের 'বামপন্থী বন্ধু' বলে সম্বোধন করেছিলেন। বার বার বিজেপিতে যোগদান করার এবং বিজেপির সাথে এক হয়ে লড়ারও বার্তা শোনা গিয়েছিল শুভেন্দুর মুখে। যদিও প্রতিবারই শুভেন্দুর বক্তব্যের তীব্র বিরোধিতা করেন বাম নেতৃত্ব।

শুভেন্দুকে কটাক্ষ সুজন চক্রবর্তীর
পঞ্চায়েত নির্বাচনে কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী! কমিশনের নোটিশে ক্ষুব্ধ বিরোধীরা
শুভেন্দুকে কটাক্ষ সুজন চক্রবর্তীর
WB Panchayat Polls: জেলায় জেলায় হাড্ডাহাড্ডি লড়াই হবে, বলছে সি-ভোটার সমীক্ষা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in