

গত এক সপ্তাহ ধরে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০ হাজারের ওপরে রয়েছে। দৈনিক মৃত্যু সংখ্যার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। তা সত্ত্বেও মেলা-বিয়ে সহ বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করলো রাজ্য সরকার। তবে বন্ধ থাকছে স্কুল-কলেজ। লোকাল ট্রেনের সময়সীমাও বাড়ানো হয়নি।
নবান্ন থেকে প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে বিয়েবাড়ি সহ যে কোনো অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন উপস্থিত থাকতে পারবেন। অথবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক জনসংখ্যা নিয়ে অনুষ্ঠান করা যাবে। খোলা আকাশের নীচে সঠিকভাবে করোনাবিধি মেনে যে কোনো মেলার আয়োজন করা যাবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।
অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে চার পুরনিগমের নির্বাচন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ১২ ফেব্রুয়ারি হবে পুরভোট।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন