নতুন নির্দেশিকা জারি নবান্নের
নতুন নির্দেশিকা জারি নবান্নেরছবি প্রতীকী সংগৃহীত

WB Covid Restriction: মেলা ও বিয়েতে ছাড়, তবে বন্ধ থাকছে স্কুল-কলেজ, নতুন নির্দেশিকা জারি নবান্নের

নবান্ন থেকে প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে বিয়েবাড়ি সহ যে কোনো অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন উপস্থিত থাকতে পারবেন। খোলা আকাশের নীচে সঠিকভাবে করোনাবিধি মেনে যে কোনো মেলার আয়োজন করা যাবে।
Published on

গত এক সপ্তাহ ধরে রাজ‍্যে দৈনিক সংক্রমণ ২০ হাজারের ওপরে রয়েছে।‌ দৈনিক মৃত্যু সংখ‍্যার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। তা সত্ত্বেও মেলা-বিয়ে সহ বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করলো রাজ‍্য সরকার। তবে বন্ধ থাকছে স্কুল-কলেজ। লোকাল ট্রেনের সময়সীমাও বাড়ানো হয়নি।

নবান্ন থেকে প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে বিয়েবাড়ি সহ যে কোনো অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন উপস্থিত থাকতে পারবেন। অথবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ‍্যার অর্ধেক জনসংখ্যা নিয়ে অনুষ্ঠান করা যাবে। খোলা আকাশের নীচে সঠিকভাবে করোনাবিধি মেনে যে কোনো মেলার আয়োজন করা যাবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।

অন‍্যদিকে করোনা পরিস্থিতির কারণে চার পুরনিগমের নির্বাচন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ১২ ফেব্রুয়ারি হবে পুরভোট।

নতুন নির্দেশিকা জারি নবান্নের
বাস্তবে কোভিডে মৃত্যুর সংখ্যা কেন্দ্রের পরিসংখ্যানের প্রায় ৭ গুন বেশি: সমীক্ষা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in