বগটুইয়ে তৃণমূল বিধায়ককে বাড়িতেই ঢুকতে দিলেন না নিহতের পরিবারের সদস্যরা

বানিরুলের বাড়ির ভিতর থেকে বলা হয় অন্যরা প্রবেশ করতে পারলেও আশীষ বন্দ্যোপাধ্যায় প্রবেশ করতে পারবেন না। এখানে তাঁকে ঢুকতে দেওয়া হবে না। সাথে সাথেই বাড়ির গেট বন্ধ করে দেওয়া হয়।
বানিরুলের বাড়িতে ঢুকতেই পারলেন না তৃণমূল বিধায়ক আশিষ ব্যানার্জি
বানিরুলের বাড়িতে ঢুকতেই পারলেন না তৃণমূল বিধায়ক আশিষ ব্যানার্জিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বগটুই গণহত্যার বর্ষপূর্তিতেও রাজনৈতিক তরজা তুঙ্গে। বগটুইতে স্বজনহারা বানিরুলের বাড়িতে ঢুকতে দেওয়া হলো না তৃণমূল বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি বিধায়ক ওই স্থান ছেড়ে চলে যেতেই রাস্তা শুদ্ধিকরণ করেন স্থানীয়দের একাংশ।

২০২২ সালের আজকের দিনেই বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল। আজ নিহতদের স্মরণ করার জন্য বিজেপি ও তৃণমূল উভয়ের পক্ষ থেকেই শহিদ বেদী তৈরি করা হয়। স্বজনহারা বানিরুল শেখের বাড়িতে প্রবেশ করতে চান আশিষ ব্যানার্জি সহ তৃণমূলের প্রতিনিধিরা। ঘটনার সূত্রপাত তখনই। বানিরুলের বাড়ির ভিতর থেকে বলা হয় অন্যরা প্রবেশ করতে পারলেও আশীষ বন্দ্যোপাধ্যায় প্রবেশ করতে পারবেন না। এখানে তাঁকে ঢুকতে দেওয়া হবে না। সাথে সাথেই বাড়ির গেট বন্ধ করে দেওয়া হয়।

যদিও তৃণমূল বিধায়কের দাবি, তিনি বানিরুলের বাড়িতেই যাননি। অন্যরা গিয়েছিলেন। তিনি মঞ্চেই অপেক্ষা করছিলেন। তৃণমূলের একাংশের দাবি, যা ক্ষোভ ছিল, মিটে গেছে। কিন্তু কেন ক্ষোভ তৈরি হয়েছে তার যথার্থ উত্তর দিতে পারেননি কেউই।

অন্যদিকে বগটুই ঘটনার স্মরণে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে বগটুইতে মৌন মিছিল করে বামেরা। তিনি বলেন, "আমরা বগটুইয়ের উদ্দেশ্যে যখন মিছিল করে যাচ্ছি তখন দেখছি রাস্তার দুদিকে পিসি-ভাইপোর ছবি লাগানো হয়েছে। আমি বুঝলাম না এখানে খেলা হচ্ছে না মেলা হচ্ছে। তৃণমূল নেতাদের কি বুদ্ধি নেই? এটা কোনো আনন্দ উৎসব নয়।"

তিনি আরও বলেন, "এখন অনুব্রত গেছে দিল্লিতে। মমতা ব্যানার্জি পুরীর মন্দিরে পুজো দিয়ে দিল্লিতে যাবেন মোদীর মন্দিরে। যাতে ওকে (অনুব্রত মণ্ডল) ফেরত নিয়ে আসা যায়। নয়তো পঞ্চায়েত নির্বাচন করা যাবে না। এটাই হচ্ছে সেটিং।"

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ২১ মার্চ বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে নিহত হন। সেই খুনের বদলা নিতে কুপিয়ে ও পুড়িয়ে খুন করা হয় আরও দশ জনকে।

বানিরুলের বাড়িতে ঢুকতেই পারলেন না তৃণমূল বিধায়ক আশিষ ব্যানার্জি
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আম্বেদকরের মূর্তির সামনে আগামী সপ্তাহেই ধর্না মুখ্যমন্ত্রীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in