Bhangar: অশান্ত ভাঙড়! গুলির পর এলোপাথাড়ি কোপ! খুন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, ঘটনাস্থলে সিপি

People's Reporter: বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি রজ্জাক খাঁ (৩৮)।। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়।
খুন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রজ্জাক খাঁ
খুন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রজ্জাক খাঁছবি সংগৃহীত
Published on

ফের অশান্ত ভাঙড়। বৃহস্পতিবার সন্ধ্যায় চালতাবেড়িয়া এলাকায় প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল তৃণমূল নেতাকে। দলীয় বৈঠক থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে খুন হলেন ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি রজ্জাক খাঁ (৩৮)। তিনি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা।

রজ্জাক খাঁয়ের বাড়ি ভাঙড় বাজারের মরিচা এলাকায়। বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে পরপর তিনটি গুলি চালানো হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো কোনও অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। ঘটনার খবর পেয়ে আসে কাশিপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

কে বা কারা রজ্জাককে খুন করল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক কারণে এই হামলা কিনা, সেটা নিয়েও উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, একসময় আরাবুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল রজ্জাকের। তবে ইদানিংকালে শওকত মোল্লার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তাঁর। সব কিছু খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

অন্যদিকে, তৃণমূলের একাংশের দাবি, জনপ্রিয়তার কারণেই এই হামলা হয়েছে। তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে আইএসএফ-এর দিকে। শওকত মোল্লা বলেন, “আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরাই এই ঘটনা ঘটিয়েছে। পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণেই রাজনৈতিকভাবে না পেরে এখন খুনের রাজনীতি শুরু করেছেন নওশাদ সিদ্দিকী"। যদিও আইএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে।

খুন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রজ্জাক খাঁ
SSC Recruitment Case: 'দাগী' অযোগ্যরা বাদই থাকলেন, সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই মান্যতা ডিভিশন বেঞ্চের
খুন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রজ্জাক খাঁ
Kolkata: রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একাধিক ট্রাক ভাঙচুর পুলিশের! সাসপেন্ড চার এসআই, শুরু তদন্ত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in