বাইরনকে কেনার চেষ্টা করছে তৃণমূল! তাৎপর্যপূর্ণ মন্তব্য স্পিকারের, পাল্টা কটাক্ষ অধীরের

অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিধানসভার স্পিকারকে নিরপেক্ষ থাকা দরকার। কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি তৃণমূলের মুখপাত্রে পরিণত হয়েছেন।
বাইরনকে কেনার চেষ্টা করছে তৃণমূল! তাৎপর্যপূর্ণ মন্তব্য স্পিকারের, পাল্টা কটাক্ষ অধীরের
Published on

মুর্শিদাবাদের সাগরদিঘিতে সদ্য নির্বাচিত বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসকে কিনতে চাইছে তৃণমূল! বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায় সেরকমই ইঙ্গিত মিলল। স্পিকারের কথায়, বাইরন বিশ্বাস নাকি নিজে বলেছেন তিনি তৃণমূলেরই একজন। 'নিরপেক্ষ' স্পিকার কীভাবে প্রকাশ্যে এই ধরণের মন্তব্য করতে পারেন তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে দূরে সরে গিয়েছে বলে আমার মনে হয় না। সাগরদিঘি উপনির্বাচন একটি বিক্ষিপ্ত ঘটনা ছিল। বিধায়ক তো নিজেই বলেছেন তিনি তৃণমূলের লোক এবং তৃণমূলের ভোটেই জিতেছেন। আমাদের প্রার্থী নির্বাচনে হয়তো কোনও ত্রুটি ছিল। তবে তিনি তৃণমূলে যোগ দেবেন কিনা, সেটা আমি বলতে পারব না। সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।"

এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, "বিধানসভার স্পিকারকে নিরপেক্ষ থাকা দরকার। কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি তৃণমূলের মুখপাত্রে পরিণত হয়েছেন।"

প্রসঙ্গত উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনের প্রথম থেকেই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে নিয়ে তৃণমূল একাধিক কটাক্ষ করেছিল। এমনকি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির মুখে শোনা গিয়েছিল বাইরন বিশ্বাস জেতার পর বিজেপিতে যোগ দেবেন। ফল প্রকাশের পর কংগ্রেস প্রার্থী অবশ্য বলেন, তিনি যে প্রতীকে লড়েছেন সেই প্রতীকেই থাকবেন। কিন্তু শনিবার বিধানসভায় গিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর হঠাৎ তাঁর এহেন মন্তব্যে শুরু হয়েছে জল্পনা।

বলে রাখা ভালো উপনির্বাচনে ৪৭.৩৫ শতাংশ ভোট পেয়েছে বাইরন বিশ্বাস। তৃণমূল পেয়েছে ৩৪.৯৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ১৩.৯৪ শতাংশ ভোট। ২০২১-র বিধানসভার নিরিখে তৃণমূলের ভোট কমেছে প্রায় ১৬ শতাংশ। বিজেপিরও ১০ শতাংশের বেশি ভোট কমেছে।

বাইরনকে কেনার চেষ্টা করছে তৃণমূল! তাৎপর্যপূর্ণ মন্তব্য স্পিকারের, পাল্টা কটাক্ষ অধীরের
বিধানসভার থেকেও পঞ্চায়েতে বেশি ভোট পাব, ভাঙড়ে পা রেখেই তৃণমূলের বিরুদ্ধে সরব নওশাদ সিদ্দিকি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in