WB Panchayat Polls: তৃণমূল-ফরওয়ার্ড ব্লক সংঘর্ষ, আহত একাধিক শাসক দলের কর্মী সমর্থক

তৃণমূলের অভিযোগ, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তোয়েব আলি তাঁর অনুগামীদের নিয়ে চড়াও হন তৃণমূল প্রার্থীর ওপর। ওই প্রার্থী ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয়।
WB Panchayat Polls: তৃণমূল-ফরওয়ার্ড ব্লক সংঘর্ষ, আহত একাধিক শাসক দলের কর্মী সমর্থক
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

শাসক বিরোধী সংঘর্ষে শুক্রবার সকালেই উত্তেজনা ছড়ালো উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। তৃণমূলের অভিযোগ ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ও তাঁর অনুগামীরা মারধর করেছে। পাল্টা শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেছে ফরওয়ার্ড ব্লকও।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসা, অশান্তির বিরাম নেই। এবার দত্তপুকুরের কোটরা গ্রাম পঞ্চায়েতের কালিয়ান গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তৃণমূলের অভিযোগ, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তোয়েব আলি তাঁর অনুগামীদের নিয়ে চড়াও হন তৃণমূল প্রার্থীর ওপর। ওই প্রার্থী ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয়। তৃণমূলের একাধিক কর্মী সমর্থক আহত হয়েছে। ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে হুমকিও দেওয়া হয়েছে। আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, তোয়েব আলি প্রথমে ফরওয়ার্ড ব্লকই করতেন। পরে তৃণমূলে যোগদেন। বেশ কিছু বছর তৃণমূল করার পর পঞ্চায়েত নির্বাচনের আগে ফের ফরওয়ার্ডের ব্লকে ফিরে আসেন। মূলত তৃণমূল থেকে টিকিট না পেয়ে ফেরে এসেছেন তিনি। সেই জন্যই ফরওয়ার্ড ব্লকের টিকিটে এবার লড়ছেন।

তোয়েব আলি পাল্টা অভিযোগ করেন, তৃণমূলের পক্ষ থেকে প্রথমে হামলা চালানো হয়েছিল। আজ সকালে চায়ের দোকানে আমার নির্বাচনী এজেন্ট বসেছিল। সেখানে তৃণমূলের লোকেরা এসে তাঁকে ব্যাপক মারধর করে।

WB Panchayat Polls: তৃণমূল-ফরওয়ার্ড ব্লক সংঘর্ষ, আহত একাধিক শাসক দলের কর্মী সমর্থক
প্রাক্তন CPIM বিধায়ককে বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি তৃণমূলের, পাত্তাই দিলেন না অমিয় পাত্র
WB Panchayat Polls: তৃণমূল-ফরওয়ার্ড ব্লক সংঘর্ষ, আহত একাধিক শাসক দলের কর্মী সমর্থক
WB Panchayat Polls: 'নকল ব্যালট' ছাপতে অস্বীকার করায় বদলি দুই আধিকারিক!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in