
দল থেকে ছয়জন কর্মীকে বহিষ্কার করে এবার নিজেই জেলা তৃণমূল কংগ্রেসের শোকজের মুখোমুখি হলেন তৃণমূলের বর্ধমান ২ নং ব্লক সভাপতি পরমেশ্বর কোনার। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নেতৃত্ব।
গত শনিবার পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন তৃণমূল কর্মীকে তিন বছরের জন্য বহিষ্কারের কথা ঘোষণা করেন ব্লক সভাপতি পরমেশ্বর কোনার। তাঁর অভিযোগ অনুসারে, দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকা ও প্রশাসনের বিরুদ্ধে লাগাতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট কারণেই ওই কর্মীদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে ছিলেন জয়দেব ব্যানার্জি, লবকুমার দাস, সব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস ও জরু আলম।
এই ঘটনার পর, বহিষ্কৃত উপপ্রধান জয়দেব ব্যানার্জি জানান, “আমার বিরুদ্ধে যা বলা হয়েছে, কেন বলা হয়েছে জানি না। আমি দলের কাছেই নিজের বক্তব্য জানাব"।
যদিও ব্লক সভাপতির এই সিদ্ধান্তের সঙ্গে যে জেলা নেতৃত্ব সহমত নয় তা স্পষ্ট করে দেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। রবিবার বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এই প্রসঙ্গে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান, “আমাদের দলে পরিষ্কার নির্দেশ আছে—যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জেলা মারফত উচ্চ নেতৃত্বকে জানাতে হবে। কিন্তু বর্ধমান ২ ব্লক সভাপতি কাউকে কিছু না জানিয়ে ছয়জনকে বহিষ্কার করেছেন। যা দলের নিয়মবহির্ভূত কাজ। তাই উচ্চ নেতৃত্বের নির্দেশে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে ওঁকে শোকজ করা হয়েছে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন