কামালগাজিতে ঠান্ডা পানীয়ের কারখানায় গ্যাস লিক! অসুস্থ একাধিক শ্রমিক সহ ২ দমকল কর্মীও

সূত্রের খবর, অ্যামোনিয়ার তীব্র গন্ধে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন কারখানার কর্মী। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সোমবার দক্ষিণ চব্বিশ পরগণার কামালগাজিতে ঠান্ডা পানীয়ের কারখানায় গ্যাস লিক করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কামালগাজির কন্দর্পপুরে অবস্থিত কারখানাটি। সহসা সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করতে শুরু করে। তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

সূত্রের খবর, অ্যামোনিয়ার তীব্র গন্ধে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন কারখানার কর্মী। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ২ জন দমকল কর্মীও। এরপর ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ গ্যাস লিক করতে শুরু করে কামালগাজির ওই ঠান্ডা পানীয়ের কারখানায়। অ্যামোনিয়ার গন্ধ দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ায় সতর্কতা হিসেবে কারখানায় সাইরেন বাজানো হয়। বের করে দেওয়া হয় কারখানার সমস্ত কর্মীদের। গ্যাস লিকের ঘটনায় আতঙ্কে এদিক ওদিক ছুটোছুটি করতে দেখা যায় স্থানীয়দের। যার জেরে মুহূর্তের মধ্যে যানজট তৈরি হয়। এলাকায় যান নিয়ন্ত্রণ শুরু করেন ট্রাফিক পুলিশের কর্মীরা।

দমকল সূত্রের খবর, অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডারের যে ভালভ থেকে গ্যাস লিক হচ্ছিল সেখানে পৌঁছান দমকল কর্মীরা। ভালভ বন্ধ করতে তারা সক্ষম হন এবং কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রতীকী ছবি
বিড়ি শ্রমিকদের মজুরি চুরি করেছে তৃণমূল - মুর্শিদাবাদের সভা থেকে অভিযোগ সেলিমের
প্রতীকী ছবি
Jhalda: ঝালদা পুরসভা হাতছাড়া তৃণমূলের, আস্থা ভোটে জয়ী কংগ্রেস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in