TMC: কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল যুব নেতা
কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে তৃণমূলের এক যুব নেতাকে গ্রেফতার করলো পুলিশ। জানা গেছে, ওই ঘটনায় বাকি অভিযুক্তদের তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ২৩ ডিসেম্বর সোদপুরের পানিহাটি উৎসবে। পানিহাটি উৎসবে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যারাকপুর পুলিশ ব্যাটালিয়নের কর্তব্যরত এক মহিলা পুলিশ অফিসারকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে যুব তৃণমূল নেতা দীপ মজুমদার ও তার সঙ্গীদের বিরুদ্ধে। অভিযোগ, মেলা কমিটির পরিচালনার দায়িত্বে থাকা দীপ মজুমদার ও তার বন্ধুরা ওই মহিলা পুলিশ অফিসারের সঙ্গে অভব্য আচরণ করে। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দেওয়ারও অভিযোগ ওঠে।
এই ঘটনার পর, ওই পুলিশকর্মী অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই দীপ মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘোলা থানার নাটাগড় এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। যদিও, বাকিরা পলাতক বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্ত তৃণমূল নেতা দীপ মজুমদার পানিহাটি পুরসভার কাউন্সিলর স্বপন কুন্ডুর অত্যন্ত ঘনিষ্ঠ। তবে তার গ্রেফতারীর পর কোনও মন্তব্য করতে শোনা যায়নি ওই কাউন্সিলরকে। অন্যদিকে, দলের তরফ থেকেও কোনো এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

