Dev: দেবকে নিয়ে ভাইরাল অডিও ক্লিপের সত্যতা কতখানি? মুখ খুললেন অভিনেতা-সাংসদ

People's Reporter: বিরোধীদের দাবি, ওই অডিও ক্লিপে যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই, যার সাথে বিবাদের কারণেই ইদানীং অত্যন্ত ‘বীতশ্রদ্ধ’ হয়ে পড়েছেন দেব।
তৃণমূল সাংসদ অভিনেতা দেব
তৃণমূল সাংসদ অভিনেতা দেবফাইল চিত্র

লোকসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা দেবকে নিয়ে একটি অডিও ক্লিপ। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার। এবার সেই ভাইরাল অডিও ক্লিপ নিয়ে মুখ খুললেন অভিনেতা সাংসদ নিজে। জানালেন, “দিদিই এর উত্তর দেবে।“

বাজেট অধিবেশনের জন্য আপাতত দিল্লিতে রয়েছেন দেব। সেখান থেকে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘আমার উপর কিছু নির্ভর করে নেই। আমার যা করার, যা বলার, তা আমি দলকে বলে দিয়েছি। যে অডিয়ো ক্লিপটি বেরিয়েছে, সেই মতো দেখলে, দিদি আর ওর মধ্যে কিছু কথা হয়েছ। দিদিই উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই।’’

ভাইরাল হওয়া অডিও ক্লিপে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমি দিদিকে এমন কথা বলেছি যে, দেব আমার কাছ থেকে তাঁর এমপি ল্যাড থেকে ৩০ শতাংশ কমিশন চাইছেন। দিদি বলেছেন, ‘ছেড়ে দে। ওর কাজটা করিস না।’ কিন্তু আমি তো দিদিকে বলেছি। দিদি জানে। সব দেখেও তো ওকে সাপোর্ট করেছেন। কেন করেছেন? ওকে আবার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালমন্দ, এখানে সততা বলে কিছু নেই। সততার মূল্য নেই। যে যত চুরি জোচ্চুরি-বাটপাড়ি করতে পারবে, তারাই গিয়ে ওই...।’’

বিরোধীদের দাবি, ওই অডিও ক্লিপে যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই। তৃণমূলের একটি অংশের দাবি, এই শঙ্করের সাথে বিবাদের কারণেই ইদানীং অত্যন্ত ‘বীতশ্রদ্ধ’ হয়ে পড়েছেন দেব। শঙ্কর অবশ্য দাবি করেছেন, ওই কন্ঠস্বর তাঁর নয়। অন্য দিকে, সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্না বলেন, ‘‘শুনেছি একটি অডিয়ো ভাইরাল হয়েছে। বিষয়টি দলকে জানানো হয়েছে।’’ তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত বলেন, ‘‘দেব স্বচ্ছ মানুষ, তাঁকে কলুষিত করতে বিজেপির চক্রান্ত এটা।’’

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘দেবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। সেই কারণেই কেউ একটা এ রকম অডিয়ো ক্লিপ বানিয়ে বাইরে ছড়িয়ে দিয়েছে।’’

লোকসভা ভোটের প্রাক্কালে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে তৃণমূল।

তৃণমূল সাংসদ অভিনেতা দেব
Pakistan: ভোটের একদিন আগেই জোড়া বিস্ফোরণ পাকিস্তানে, নিহত ২৮

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in