Manoranjan Byapari: ‘‘আর একটা-দুটো দিন দেখব, তারপর...”, ফের বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী

People's Reporter: মনোরঞ্জন লিখেছেন, ‘‘আমিও কিন্ত ভোটের লড়াইয়ের ময়দানে থাকব। পারলে আমাকে হারিয়ে দেখাক। আমি কথা দিচ্ছি আগের চাইতেও বেশি ভোটে জিতে দেখাব।’’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মনোরঞ্জন ব্যাপারী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মনোরঞ্জন ব্যাপারী গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

নিজের দলকে আরও দুদিন সময় দিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধায়কের হুঁশিয়ারি, এই সময়ের মধ্যে সঠিক বিচার না পেলে আন্দোলনে নামবেন তিনি।

এর আগে গত ৭ জানুয়ারি, রবিবার ফেসবুক লাইভে এসে নিজের মতামত জানাবেন বলে জানিয়েছিলেন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। কিন্তু রবিবার লাইভে আসেননি তৃণমূল বিধায়ক। পরিবর্তে, এদিন ফেসবুকে ফের একটি বিস্ফোরক পোষ্ট করেন তিনি।

তিনি লেখেন, ‘‘দলের দিকে তাকিয়ে দেখব আর একটা-দুটো দিন। সঠিক বিচার না পেলে তার পর দলমত নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শুরু করব ‘বলাগড় বাঁচাও’, ‘দুষ্কৃতী হঠাও’, ‘জনজাগরণ আন্দোলন’। তৈরি থাকুন!’’

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই হুগলী জেলা পরিষদ সদস্য তথা যুব তৃণমূল নেত্রী রুনা খাতুনের সঙ্গে হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। এমনকি বিধায়ক তাঁর নামে আপত্তিকর শব্দবন্ধ ব্যবহার করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন, এই অভিযোগে বিধায়কের বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করেছেন রুনা। এই দ্বন্দ্বের জল এতদূর গড়িয়েছে যে বিধায়ককে তাঁর নিজের বিধানসভা কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস।

এদিনের পোষ্টে ফের রুনা খাতুনকে আক্রমণ করে বিধায়ক লেখেন,  ‘‘যাঁর বিরুদ্ধে আমার মুখ খোলার কথা ছিল, সেই বালি মাফিয়া, মাটি মাফিয়া, জুয়ার বোর্ড চালানো, গাঁজা পাচারকারী, গরু ব্যবসায়ী (আমার কাছে ছবি তোলা আছে খামারগাছি ঘাটে গরু নিয়ে যাওয়ার সময়ে ওই ফুলন দেবীর স্বামী - আমাদের মাননীয়া দিদি মমতা ব্যানার্জীর ছবি লাগানো গাড়ি নিয়ে গিয়ে তাঁদের হুমকি দিয়ে টাকা তুলছে। দল চাইলেই সে ছবি আমি পাঠিয়ে দেব) ও হরেক রকমের দুর্নীতিকারীদের সহায়ক - তাঁরা আমাকে হুমকি দিয়েছিলেন, কী করে বিধায়ক কার্যালয়ে বসে ফেসবুক লাইফ করি দেখে নেবেন! এখান থেকে বোঝা যায় তাঁরা কত শক্তিমান! কী ভাবে বলাগড় জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন।’’

যদিও তারপরেও আমজনতার উপর আস্থা রেখেছেন মনোরঞ্জন। তৃণমূল নেত্রী বললে এক মুহূর্তেই তিনি বিধায়ক পদ ‘বিসর্জন’ দেবেন বলে জানিয়েছেন তিনি। তবে তার পরেও তিনি ভোটের লড়াইয়ে থাকবেন বলে জানিয়েছেন। মনোরঞ্জন লিখেছেন, ‘‘আমিও কিন্ত ভোটের লড়াইয়ের ময়দানে থাকব। পারলে আমাকে হারিয়ে দেখাক। আমি কথা দিচ্ছি, আগের চাইতেও বেশি ভোটে জিতে দেখাব।’’ 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মনোরঞ্জন ব্যাপারী
সন্দেশখালি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি - সাংসদ নুসরত ব্যস্ত মিউজিক ভিডিও প্রচারে! উঠেছে প্রশ্ন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মনোরঞ্জন ব্যাপারী
Ration Scam: ১ হাজার নয়, ১০ হাজার কোটি টাকার দুর্নীতি, বাড়তে পারে টাকার অঙ্ক - আদালতে দাবি ইডির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in