
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গড়তে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আগামী বছর ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হবে বিধায়কের এই দল। জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর নতুন দল। হুমায়ুনের এই নতুন দল গড়ার ঘোষণা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল।
প্রকাশ্যে দলের লাইনের বাইরে গিয়ে একাধিক বার বিতর্কিত মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। সেজন্য বহুবার দল তাঁকে শোকজও করেছে। গত মাসেই এক সাক্ষাৎকারে হুমায়ুন জানিয়েছিলেন, আগামী বিধানসভায় তৃণমূলের আসন সংখ্যা ২০০-এর নীচে নেমে আসবে। তাঁর দাবি, নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৯৫-১৯৮ টি আসন পাবে। কারণও ব্যাখ্যা করেছিলেন তিনি। তৃণমূলের প্রতি মুসলিম সম্প্রদায়ের মানুষের ক্ষোভ বেড়েছে বলে দাবি করেন হুমায়ুন। এরপর দল তাঁকে শোকজ নোটিশ পাঠিয়ে বলেছিল এটাই 'লাস্ট ওয়ার্নিং'।
এই আবহেই এবার নতুন দল তৈরি ঘোষণা করলেন তৃণমূলের বিতর্কিত বিধায়ক। বুধবার কলকাতার এক সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন জানান, "আমার নতুন দল কেবল মুর্শিদাবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং নদীয়ার কিছু অংশে ৫০-৫২টি আসনে প্রার্থী দেবে"।
যদিও হুমায়ুন কবীর স্পষ্ট করে জানিয়েছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিদ্বেষ নেই। হুমায়ুন বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার কোনও বিদ্বেষ নেই"।
হুমায়ুনের বক্তব্য, জেলার নেতারা খোদ তৃণমূল সুপ্রিমোর নির্দেশই মানতে চাইছেন না, তাই তিনি ক্লান্ত। মানুষের কাছে মমতার দেওয়া উন্নয়ন পৌঁছাচ্ছে না বলেও দাবি তাঁর। আর সেই কারণেই নতুন দলের ভাবনা। জেলার পরিস্থিতি নিয়ে বার্তা দিতেই নাকি এই দল গড়ার কথা ভেবেছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হুমায়ুনের কথায় এটা অন্তত স্পষ্ট, সংখ্যালঘু অধ্যুষিত ভোটব্যাঙ্ক এলাকাগুলিতেই লড়াই করবেন হুমায়ুন। যার ফলে রাজ্য নির্বাচনে তৃণমূলের মাথাব্যথার কারণ হতে পারেন তিনি। কারণ এই ভোট ব্যাঙ্কের বেশিরভাগতাই যায় বর্তমান শাসকদল তৃণমূলের ঝুলিতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন