TMC: চরমে গোষ্ঠীদ্বন্দ্ব - নিজের বিধানসভা কেন্দ্রে যেতে পারবেন না মনোরঞ্জন ব্যাপারী!

People's Reporter: মনোরঞ্জন ব্যাপারী জানিয়েছেন, ‘‘আমাদের নেতৃস্থানীয় মনে করি, শুভানুধ্যায়ী মনে করি, সে রকম জায়গা থেকেই আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিনের জন্য আপনি বলাগড়ে যাবেন না।’’
মনোরঞ্জন ব্যাপারী
মনোরঞ্জন ব্যাপারীছবি সৌজন্যে মনোরঞ্জন ব্যাপারীর ফেসবুক পেজ

মনোরঞ্জন ব্যাপারীকে নিজের বিধানসভা কেন্দ্র বলাগড়ে যেতে বারণ করল তৃণমূল। বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়ে তৃণমূল বিধায়ক নিজেই একথা জানালেন সংবাদ মাধ্যমে। তবে বিধায়ক মনোরঞ্জনের দাবি, দলের অনুমতি পেলে তিনি ফের নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে কাজ করবেন। আপাতত তিনি ৭ জানুয়ারি ফেসবুক লাইভে এসে এনিয়ে নিজের মতামত জানাবেন।

তৃণমূল বিধায়ক জানিয়েছেন, ‘‘আমাদের নেতৃস্থানীয় মনে করি, বন্ধুস্থানীয় মনে করি, শুভানুধ্যায়ী মনে করি, সে রকম জায়গা থেকেই আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিনের জন্য আপনি বলাগড়ে যাবেন না।’’ তবে তিনি নিজের প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথাও জানান।

হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন যুব তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য রুনা খাতুন। অভিযোগ তোলেন, বিধায়ক তাঁর নামে আপত্তিকর শব্দবন্ধ ব্যবহার করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। রুনার দাবি, বিধায়ক পরে সেই পোস্ট মুছে দিলেও তার স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বলাগড় থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়।

মনোরঞ্জন বলেছেন, ‘‘পোস্টটি করার কুড়ি সেকেন্ডের মধ্যে আমি আমার মন্তব্য মুছে দিই। যারা শকুনের মতো আমার ফেসবুকের দিকে তাকিয়ে থাকে তারা ওই অল্প সময়ের মধ্যেই স্ক্রিনশট নিয়ে তা ভাইরাল করে দিয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘সমাজে আমারও সম্মান রয়েছে। বাড়িতে ছেলেমেয়ে রয়েছে, আমাকে ধর্ষক ও খুনি বলা হয়েছিল। তাই আবেগবশত আমি গালাগালি লিখে ফেলেছিলাম। সেই ঘটনার জন্য আমি রুনার কাছেও ক্ষমা চাইতে পারি। আমার ওই কথা লেখা উচিত হয়নি।’’

আপাতত অনুমতি না মেলা পর্যন্ত তাঁকে কলকাতাতে বসেই তাঁর বিধানসভার কাজ করতে হবে। অনুমতি মেলার পর তিনি ফের নিজের বিধানসভা কেন্দ্র হুগলীর বলাগড়ে গিয়ে কাজ করতে পারবেন।

মনোরঞ্জন ব্যাপারী
Nisith Pramanik: খুনের চেষ্টা মামলায় নিশীথের রক্ষাকবচের আবেদন খারিজ আদালতে
মনোরঞ্জন ব্যাপারী
TMC: ৭ জানুয়ারি সব অপমানের 'শেষ জবাব' দেব, সাংবাদিকরা তৈরি থাকুন: বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক ব্যাপারী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in