
তৃণমূল নেতার 'দাদাগিরি' থেকে রেহাই পেল না ভারতের মহিলা জাতীয় দলের ক্রিকেটার রিচা ঘোষের পরিবার। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ পরিবারের। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা বলে জানিয়েছে পরিবার।
শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকার ঘটনা। ভারতের জাতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক রিচা ঘোষ এখানকারই বাসিন্দা। তাঁর পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। রিচার কাকা সুবিমল ঘোষ হুমকির শিকার হয়েছেন। রিচাদের বাড়ির পাশেই তাঁর কাকার বাড়ি।
অভিযোগ, সুবিমল ঘোষের বাড়ির পাশে স্থানীয় তৃণমূল নেতা ধীমান বোসের ওষুধের দোকান আছে। দোকানে বসেই নাকি মদ্যপান করা থেকে শুরু করে মহিলাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করা হয়। মধ্যরাত পর্যন্ত আড্ডা চলে। প্রতিবাদ করতেই হুমকির শিকার হয় সুবিমল ঘোষের পরিবার।
সুবিমল ঘোষ বলেন, 'দিনের পর দিন ওষুধের দোকানের কর্মীরা দোকানে বসেই মদ্যপান করেন। মহিলাদের কটূক্তি করেন। মহিলারা ওই রাস্তা দিয়ে যেতে দ্বিধাবোধ করেন। আমার মেয়ে রয়েছে। সেও ভয়ে ভয়ে এখন চলাফেরা করে। এইভাবে থাকা যায় না।'
ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন তাঁরা। পাশাপাশি মেয়র গৌতম দেবকেও গোটা বিষয়টি জানিয়েছেন। গৌতম দেব অবশ্য পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি বলে দাবি পরিবারের।
গৌতব দেব জানান, 'সুভাষপল্লি খুব শান্তিপ্রিয় এলাকা। আমি দু’পক্ষের কথা শুনে, বিবেচনা করে ব্যবস্থা নেব। যা যা করণীয় তা করব।'
অন্যদিকে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথে নেমেছে বামেরা। বৃহস্পতিবার ১৯ নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর মৌসুমি হাজরার নেতৃত্বে মহিলারা সুভাষপল্লির হাতিমোড় থেকে পাড়ার বিভিন্ন জায়গায় পাহারা দেন। স্থানীয় বাসিন্দাদের সচেতন করেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন