
গত শনিবারই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। রবিবার দিনভর মেঘলা আকাশ ছিল। এবার সপ্তাহের শুরুতেও রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ঝড়ের গতি হতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। কোথাও কোথাও ঘন্টায় ৭০ কিলোমিটারও পৌঁছাতে পারে ঝড়ের গতিবেগ বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলত আগামী কয়েক দিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে সোমবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। সঙ্গে ঘন্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে।
বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঝোড়ো হাওয়ার পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর। তবে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে।
পাশাপাশি, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। যার ফলে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।
এদিকে ঝড়বৃষ্টির কারণে আপাতত কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কম থাকবে। তারপর আরও চারদিন তাপমাত্রা একই থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।
অন্যদিকে, গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে। যার ফলে উত্তর সিকিমে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরে বৃষ্টি কিছুটা হলেও কমবে। মঙ্গলবার পর্যন্ত দাজিলিং, কালিম্পং-সহ উত্তরের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন