শীতে কাঁপছে গোটা বাংলা, শেষ পাঁচ বছরে রেকর্ড পারদ পতন কলকাতায়!

শেষবার কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমেছিল ২০১৮ সালে। দীর্ঘ পাঁচ বছর পর ফের জাঁকিয়ে শীত উপভোগ করতে পারছে কলকাতাবাসী।
কলকাতায় জাঁকিয়ে শীত
কলকাতায় জাঁকিয়ে শীতছবি - সংগৃহীত

শেষ পাঁচ বছরে কলকাতায় রেকর্ড পারদ নামল। শুক্রবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি একাধিক জেলায় তাপমাত্রা একক সংখ্যায় নেমেছে।

বড়দিনের পর নতুন বছরের শুরুতেই শীতের আমেজ তেমনভাবে পাননি বঙ্গবাসী। তবে তা এখন পূরণ হচ্ছে। আবহাওয়া দপ্তর গতকালই পূর্বাভাস দিয়েছিল তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে। শেষবার কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমেছিল ২০১৮ সালে। দীর্ঘ পাঁচ বছর পর ফের জাঁকিয়ে শীত উপভোগ করতে পারছে কলকাতাবাসী। আগামী দু'দিন আরও ১-২ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিহার এবং ঝাড়খণ্ড থেকে উত্তর-পশ্চিম হাওয়ার দাপটেই রাজ্যে ঠান্ডা পড়ছে। আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ বজায় থাকবে রাজ্যে। অন্যদিকে গত ১০ বছরের পরিসংখ্যান দেখলে দেখা যাবে মোট দু'বার ১০ ডিগ্রির ঘরে কলকাতার পারদ নেমেছে।

শুক্রবারের সর্বচ্চো তাপমাত্রা থাকতে পারে ২১-২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাস বইবে ১৪ কিমি বেগে। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বচ্চো ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ৪-৫ দিন মালদা, কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণের জেলাগুলির মধ্যে দুই ২৪ পরগনা, দুই মেদনীপুর, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে বেলা বাড়লেই কুয়াশার পরিমাণ কমবে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

কলকাতায় জাঁকিয়ে শীত
Lay Off: ১১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে ভিডিও শেয়ারিং সংস্থা Vimeo

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in