Malda: গঙ্গাভাঙন সহ একাধিক ইস্যুতে মালদায় কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

বুধবার মালদার উত্তর চন্ডীপুর পঞ্চায়েতে আবাস যোজনা সহ গ্রামসম্পর্কিত বিষয়ে বৈঠক করছিলেন কপিল মরেশ্বর পাটিল। সেই সময়ই পঞ্চায়েত অফিসের বাইরে গ্রামবাসীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন।
কপিল মরেশ্বর পাটিল
কপিল মরেশ্বর পাটিল গ্রাফিক্স - আকাশ নেয়ে

মালদার তৃণমূল পরিচালিত উত্তর চন্ডীপুর পঞ্চায়েতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মরেশ্বর পাটিলকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। একাধিক অভিযোগ নিয়ে তাঁরা পঞ্চায়েতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে। মন্ত্রীর উদ্দেশ্যে কালো পতাকাও দেখান তাঁরা। রীতিমতো উত্তাল পরিস্থিতি।

বুধবার মালদার উত্তর চন্ডীপুর পঞ্চায়েতে আবাস যোজনা সহ গ্রামসম্পর্কিত বিষয়ে বৈঠক করছিলেন কপিল মরেশ্বর পাটিল। সেই সময়ই পঞ্চায়েত অফিসের বাইরে গ্রামবাসীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। বৈঠক শেষে বাইরে বেরোতেই মন্ত্রীকে ঘিরেও বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। মন্ত্রীর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগানের পাশাপাশি কালো পতাকাও দেখান হয়।

গ্রামবাসীরা অভিযোগ করছেন, মন্ত্রী সাধারণ মানুষের কথা শোনেননি। আমাদের প্রধান অভিযোগ গঙ্গাভাঙনের। দিনের পর দিন গঙ্গার পার ভেঙে চলে যাচ্ছে। একাধিক বাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে। কিন্তু কেন্দ্রের তরফ থেকে কোনো সাহায্য পাচ্ছি না। বিঘার পর বিঘা চাষ জমিও জলের তলায়। আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সব সাহায্য করা হবে। কিন্তু তা বাস্তবে পরিণত হচ্ছে না। আজ কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সাথে কথাও বলেননি। তাঁরা আরও বলেন, আবাস যোজনাতেও অনেক অযোগ্যরা বাড়ি পেয়েছেন। কিন্তু যারা যোগ্য তাদের কিছু দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, এর আগে পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে প্রতিনিধি দল মালদায় এসেছিল। সেই সময়ও গ্রামবাসীদের ক্ষভের মুখে পড়তে হয়েছিল প্রতিনিধি দলকে।

কপিল মরেশ্বর পাটিল
চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ TMC বিধায়কের বিরুদ্ধে! ভাইরাল অডিও ক্লিপ
কপিল মরেশ্বর পাটিল
CU: শূন্য তৃণমূল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমবায় নির্বাচনে সবকটি আসনে জয়ী বামেরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in