
বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক জন বার্লা। দল বদলের পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। যার পাল্টা বার্লাকে আইনি নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু।
বৃহস্পতিবার তৃণমূলে যোগ দানের পর জন বার্লা শুভেন্দুর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। তাঁর অভিযোগ, "রেলের জমিতে ১০০ শতাংশ অনুদান দিয়ে, ১৬০ কোটির হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু বর্তমান বিরোধী দলনেতা আমাদের উন্নয়ন আটকে দিয়েছেন। রেল জমিও বেছে দিয়েছিল। শুধু মউ স্বাক্ষর বাকি ছিল। এখান থেকে মন্ত্রককে ফোন করে আটকে দেওয়া হল"।
জন বার্লা আরও বলেন, "উনি(শুভেন্দু) যদি এই অভিযোগের জন্য আমাকে আইনি নোটিস পাঠায় আমিও আইনি নোটিসে জবাব দেব। আমাকে তো হেনস্থা করছেন। একজন আদিবাসী হওয়ার দরুণ 'আদিবাসী অ্যাট্রোসিটি অ্যাক্ট'-এ আমিও কেস করতে পারি। কিন্তু তার মধ্যে আমি যাব না"।
এরপর শুক্রবারই আইনজীবী সূর্যনীল দাসের মাধ্যমে জন বার্লাকে আইনি নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু। আগামী ৭ দিনের মধ্যে বার্লাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন। এমনকি সেই ক্ষমাপ্রার্থনা সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে। ভবিষ্যতে তাঁর (শুভেন্দু) বিরুদ্ধে কোনও মানহানিকর কিংবা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা যাবে না, অন্যথায় দেওয়ানি ও ফৌজিদারি আইনে পদক্ষেপ নেবেন বলে জানানো হয়েছে নোটিশে।
এই নোটিশ এক্স-এও পোস্ট করেছেন তিনি। শুভেন্দুর বক্তব্য, “দল পুনরায় ওঁকে (বার্লা) মনোনয়ন না দেওয়ায় উনি দল বদল করে চোরের দলে নাম লিখিয়েছেন। দলের মালিককে খুশি করতে কোনও প্রমাণ ছাড়া আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই-প্যাক-এর লিখে দেওয়া চিত্রনাট্য মুখস্থ করে সর্বসমক্ষে আউড়েছেন"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন