
সাত দিনের মধ্যে সমস্ত অযোগ্য (Tainted) চাকরিপ্রাপকদের নামের তালিকা প্রকাশ করতে হবে। স্কুল সার্ভিস কমিশনকে (SSC) এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাশাপাশি আদালতের হুঁশিয়ারি, একজনও যদি 'দাগী' প্রার্থী পরীক্ষায় বসেন, তাহলে কমিশনকে এর ফল ভোগ করতে হবে।
বৃহস্পতিবার এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার (Justice Sanjay Kumar) এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার (Justice Satish Chandra Sharma) বেঞ্চ কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন করে জানতে চান, "টেন্টেড (চিহ্নিত) অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আমরা সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি। জনসমক্ষে সেই তালিকা প্রকাশ করেছেন?"
উত্তরে কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandyopadhyay) জানান তালিকা প্রকাশ করা হয়েছে। পরে তিনি জানান জনসমক্ষে তালিকা প্রকাশ করা হয়নি। আগের দাবির জন্য ক্ষমা প্রার্থনা করেন।
ব্যানার্জির উত্তরে ক্ষুব্ধ হয়ে বিচারপতি শর্মা বলেন, "একটু আগেই বললেন প্রকাশ করেছি। এখন অবস্থান বদল করছেন। শীর্ষ আদালতে ভুল বলে দুঃখপ্রকাশ করছেন। আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম।"
এরপর কল্যাণ ব্যানার্জি জানান, কমিশনকে সাত দিন সময় দিলে তারা সমস্ত অযোগ্য প্রাপকদের নামের তালিকা প্রকাশ করে দেবে। বিচারপতি এতে সম্মতি জানান।
বিচারপতি কুমার কমিশনের উদ্দেশ্যে জানান, আপনাদের কাছে ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা রয়েছে। আপনারা যদি ওই প্রার্থীদের একজনকেও ছাড় দেন, তাহলে তার ফল ভুগতে হবে।
তিনি প্রশ্ন করেন, "‘অযোগ্য’ প্রার্থীদের হয়ে কেন হাইকোর্টে গেছে SSC? কোনও যুক্তিই এর জন্য যথেষ্ট নয়, যদি না কিছু মন্ত্রী চান যে, ওই প্রার্থীরা থাকুন। কিছু মন্ত্রী চেয়েছিলেন তাঁদের প্রার্থীরা থাকুক। ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য জন্য বোর্ড, SSC এবং রাজ্য সরকার দায়ী। আপনাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছেন। তাঁদের জীবন নষ্ট হয়ে গেছে। তাঁরা রাস্তায় নেমেছেন। আপনারা বিশৃঙ্খলা তৈরি করেছেন আর আমাদের দোষারোপ করা হচ্ছে? এটা কি ঠিক?"
বিচারপতি কুমার বলেন, সুপ্রিম কোর্ট কমিশনের কাজের ওপর কড়া নজর রাখছে। নির্দেশ নিয়ে কারচুপি করা হলেই হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট।
অন্যদিকে, এসএসসির নতুন নিয়োগ পরীক্ষার সূচি স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন 'যোগ্য' চাকরিহারারা। কিন্তু তাঁদের সেই আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৭ থেকে ১৪ সেপ্টেম্বর সূচি মেনেই পরীক্ষা হবে।