Contai Cooperative Bank: কাঁথির সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী! বেনজির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

People's Reporter: আগামী ১৫ ডিসেম্বর কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কে ভোট। ১০৮ টি আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য ৪৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
কাঁথির সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী
কাঁথির সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীফাইল ছবি
Published on

সুপ্রিম কোর্টের বেনজির সিদ্ধান্ত। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকা কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিল শীর্ষ আদালত। এমনকি, ভোটে কারচুপি রুখতে ভোট কেন্দ্রগুলিতে সিসি টিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সমবায় ভোটের মতো একেবারে নিচু স্তরের ভোটে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রায় তিন বছর ধরে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কে কোনও পরিচালন কমিটি নেই। স্পেশাল অফিসার নিয়োগ করেই আপাতত চলছে ব্যাঙ্ক। এই আবহে পরিচালন কমিটি গঠনের জন্য ভোটের দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলার শুনানিতে কলকাতার আদালত ভোটের জন্য সময়সীমা বেঁধে দেয়। সেই মতো আগামী ১৫ ডিসেম্বর কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কে ভোট। ১০৮ টি আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য ৪৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো, সমবায় দপ্তর রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগ করে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে। ভোট কেন্দ্র হিসেবে কাঁথির তিনটি স্কুলের কথা ভাবা হয়েছিল। কিন্তু সর্বভারতীয় স্তরে পরীক্ষা শেষ না হওয়ায় ওই স্কুলগুলি ভোটের কাজে ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে ভোটগ্রহণ কেন্দ্রগুলি থেকে যথাক্রমে ৫০ মিটার, ১০০ মিটার, ৮০০ মিটার, ৩ কিলোমিটার ও ৭ কিলোমিটার দূরে পাঁচটি বুথ করা হয়েছে।

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এগরার প্রাক্তন পুর প্রধান শঙ্কর বেরা। ভোটারদের অসুবিধা হবে বলেই আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। সোমবার সুপ্রিম কোর্টে ছিল সেই মামলার শুনানি। এদিন সবপক্ষের সওয়াল জবাব শোনার পর আদালতের নির্দেশ, ভোটের দিন রাজ্য সরকার এবং সমবায় নির্বাচন দপ্তরকে নতুন ভোটগ্রহণ কেন্দ্রে যাতায়াতের জন্য পরিবহণের যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ওই পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। তৃতীয়ত, প্রত্যেকটি বুথে সিসি ক্যামেরার বন্দোবস্তও করতে হবে। 

লোকসভা এবং বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকেই। তবে, সমবায় ভোটের মতো একেবারে নিচু স্তরের ভোটে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিকে আদালতের রায় ঘোষণার পর শঙ্কর জানিয়েছেন, ‘আইনজীবীর কাছ থেকে খবর পেলাম, ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ সবিস্তার হাতে আসেনি। রিপোর্ট পেলে বিস্তারিত জানাতে পারব।’

প্রসঙ্গত, এক সময় দীর্ঘ দিন ধরে শুভেন্দু অধিকারী ছিলেন কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন। তবে বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও, শুভেন্দু ঘনিষ্ঠের সঙ্গেই হতে চলেছে তৃণমূলের লড়াই।  

কাঁথির সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী
Murshidabad: মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! মৃত তিন, তদন্তে পুলিশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in