Murshidabad: মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! মৃত তিন, তদন্তে পুলিশ

People's Reporter: ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ সাগরপাড়া থানা এলাকার খয়েরতলা গ্রামে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাড়ির ভিতর বসেই হাতবোমা বাঁধতে গিয়ে অসাবধনতায় বিস্ফোরণ ঘটেছে।
মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ
মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণনিজস্ব চিত্র
Published on

রবিবার রাতে মুর্শিদাবাদে 'বোমা বিস্ফোরণ'-এর জেরে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের জেরে একটি পাকা বাড়ির ছাদ ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার হয়েছে তিনজনের মৃত দেহ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাড়ির ভিতরে বসে বোমা বাঁধছিলেন তাঁরা। সেই সময় অসাবধানতায় বিস্ফোরণ ঘটেছে। যদিও পরিবারের অভিযোগ, বোমা মেরেই খুন করা হয়েছে তাঁদের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ সাগরপাড়া থানা এলাকার খয়েরতলা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ১০ টা নাগাদ খয়েরতলা গ্রাম এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। হুড়মুড় করে ভেঙে পড়ে ছাদের একটা অংশ। সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই উদ্ধার হয় তিনজনের মৃতদেহ। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে স্‌প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে ছিল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। সঙ্গে ছিল বোম স্কোয়াডও।

রাতেই ওই তিনজনের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত তিন জন হলেন – মামুন মোল্লা, সাগিরুল সরকার এবং মস্তাকিন শেখ। তিনজনই খয়েরতলা গ্রামের বাসিন্দা। রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন ডোমকল মহকুমার পুলিশ আধিকারিক রসপ্রীত সিংহ। তিনি বলেন, ‘তিন জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল। তাঁদের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে’।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাড়ির ভিতর বসেই হাতবোমা বাঁধছিলেন ওই তিনজন। তখনই কোনও ভাবে অসাবধনতায় বিস্ফোরণ ঘটেছে। যদিও পরিবারের অভিযোগ, বোমা বাঁধতে গিয়ে নয়, বোমা মেরেই খুন করা হয়েছে ওই তিনজনকে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ।

ঘটনার পর রবিবার রাতভর এলাকাজুড়ে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের অনুমান, ওই বাড়ির ভিতরে আরও বোমার মশলা মজুত থাকতে পারে। এছাড়া এই ঘটনায় কারা কারা যুক্ত, এলাকার আর কোথাও কোনও বোমা মজুত আছে কিনা, কীভাবে বিস্ফোরণ ঘটল, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।  

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in