

মতুয়াদের পাশে সিপিআইএম নেতৃত্ব। এসআইআর নিয়ে মতুয়াদের আমরণ অনশন মঞ্চে উপস্থিত হয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি দেওয়া হয়েছিল মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে, তাঁদের আন্দোলনে সমর্থন জানানোর জন্য। সেই কারণেই শুক্রবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের মতুয়া ধামে আন্দোলন মঞ্চে অনশনকারীদের সাথে দেখা করেন সুজন চক্রবর্তী।
সিপিআইএম নেতা মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, এসআইআর-র ফলে বাস্তুহারা মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যাঁরা এর আগে রাজ্য এবং কেন্দ্র সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাঁদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু তাঁদের ভোটে যাঁরা বিধায়ক, সাংসদ বা মুখ্যমন্ত্রী হয়েছেন তাঁদের বাদ দেওয়া হয়েছে কি?
তিনি আরও বলেন, "এর আগেও বামফ্রন্ট সরকার মতুয়াদের উন্নয়নে কাজ করেছে। এখন ক্ষমতাতে না থাকলেও আমরা আপনাদের পাশে আছি। যেভাবে মতুয়াদের নাম বাদ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে তার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে সিপিআইএম। সিএএ-র ভয় দেখানো যাবে না। গরিব মানুষদের বিপদে ফেলার চেষ্টা ব্যর্থ করতেই হবে। সকল গরিব, প্রান্তিক মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। আর মমতা ব্যানার্জি ঠাকুরবাড়িতে রাজনীতি ঢুকিয়ে ফালা ফালা করতে চাইছেন।"
মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক ড. সুকেশ চৌধুরি জানান, "রাজ্যে সেভাবে এসআইআর ঘোষণা করা হয়েছে তাতে সমস্যায় পড়বেন উদ্বাস্তুরা। তাঁদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে বলে আতঙ্কিত তাঁরা। আর এর মূল সমস্যা হচ্ছে ভারতের নাগরিকত্ব আইনের কিছু ধারা নিয়ে। এখানে অনেক মতুয়া আছেন যাঁরা ৫০ বছরের বেশি সময় ধরে ভারতে বসবাস করছেন এবং ভোট দিচ্ছেন। তাঁদের যদি বহিরাগত বা বিদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হয় তাহলে উদ্বেগের বিষয়। ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে।"
এদিন সুজন চক্রবর্তী সহ সিপিআইএম নেতারা ছাড়াও অনশন মঞ্চে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ বিশিষ্ট কংগ্রেস নেতারা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন