শাহজাহান-বিষয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ টানলেন শোভনদেব, ‘ভদ্রলোক’ সম্বোধন আর এক মন্ত্রীর

People's Reporter: শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন বিট্রিশ সাম্রাজ্যবাদের পুলিশ খুঁজে পায়নি। এখনও পর্যন্ত বহু রাজ্যেই বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে।“
স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ টানলেন শোভনদেব, ‘ভদ্রলোক’ সম্বোধন পার্থর
স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ টানলেন শোভনদেব, ‘ভদ্রলোক’ সম্বোধন পার্থরছবি গ্রাফিক্স

২৬ দিন হয়ে গেলেও এখনও বেপাত্তা সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাকে ধরতে মরিয়া ইডি আধিকারিকরা। অন্তরালে থেকেই ভয়েস মেসেজ পাঠাচ্ছেন, আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। আগামী শনিবার সেই মামলার শুনানি। আর এই আবহেই শেখ শাহজাহাঙ্কে বলতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ টানলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

মঙ্গলবার রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শেখ শাহজাহানের প্রসঙ্গে বলতে চেয়ে বলেন, “ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদেরও দিনের পর দিন বিট্রিশ সাম্রাজ্যবাদের পুলিশরা খুঁজে পায়নি। এখনও পর্যন্ত বহু রাজ্যেই বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময়ই যে খুঁজে পাবেন, এর কোনও মানে নেই। অনেক ধরনের টেকনিকালিটিস বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে।“

অন্যদিকে, তৃণমূলের আর এক মন্ত্রী শেখ শাহজাহানকে ‘ভদ্রলোক’ সম্বোধন করলেন। সেচমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ ভৌমিক এদিন বলেন, “২৫ দিন ধরে কোথায় আছে, পুলিশ প্রশাসন যদি খুঁজে না পায়, তাহলে কী করা যাবে? দলের অস্বস্তির কোনও ব্যাপার নেই। একজন ভদ্রলোক, তাঁকে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাঁকে না পাই, আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে।“

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মুখ খুলেছিলেন শাহজাহানকে নিয়ে। সোমবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বললেন, "শেখ শাহজাহান কী করেছে? যেদিন ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই।“

কোথায় শেখ শাহজাহান? উত্তর নেই কারও কাছে। এদিকে সোমবার ইডি দফতরে তাকে ডেকে পাঠানো হলেও, দেখা মেলেনি তার। আবার মঙ্গলবারই আগাম জামিনের আবেদন করেন তিনি। আগামী শনিবার সেই মামলার শুনানি।

স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ টানলেন শোভনদেব, ‘ভদ্রলোক’ সম্বোধন পার্থর
Justice Avijit Ganguly: বিচারপতি গাঙ্গুলির এজলাস থেকে সরল প্রাথমিক শিক্ষা নিয়োগ সংক্রান্ত মামলাও
স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ টানলেন শোভনদেব, ‘ভদ্রলোক’ সম্বোধন পার্থর
Calcutta High Court: পাড়ায় সমাধান ক্যাম্পের মাধ্যমে শিক্ষক বদলি! পর্ষদের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in