
সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে। যার ফলে পুজোর সময় বৃষ্টির সম্ভবনা রয়েছে।
আলিপুর জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপরেখা রয়েছে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। এছাড়া বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যার ফলে বৃষ্টির এই অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার অর্থাৎ মহালয়ায় একই পূর্বাভাস রয়েছে নদিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া উত্তরবঙ্গে সোমবার আটটি জেলাতেই ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তবে রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। এখনও পর্যন্ত রবিবার থেকে আর কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই।
শুক্রবারই আলিপুর জানিয়েছিল ষষ্ঠীর দু'দিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার ফলে পঞ্চমী থেকে দশমী - পুজোর প্রত্যেকদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়তে পারে নবমী এবং দশমীর দিন।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন