

আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। গত বছর বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল সুপ্রিয়। সেই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ট্যুইট করে একথা জানিয়েছেন।
অন্যদিকে বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জ বিধানসভা আসন থেকে প্রার্থী করছে তৃণমূল। গত ৪ নভেম্বর এই কেন্দ্রের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে খালি ছিল আসনটি। সেখানেই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়।
উল্লেখ্য, গতকালই নির্বাচন কমিশন আসানসোল লোকসভা ও বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী ১২ এপ্রিল এই দুই আসনের উপনির্বাচন। রাজ্যের এই দুই কেন্দ্রের সঙ্গে ছত্তিশগড়ের খয়রাগড়, বিহারের বোচাহান এবং মহারাষ্ট্রের কোলাপুর উত্তর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ফল ঘোষণা পাঁচ কেন্দ্রের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন