

এক বছর আগে ১৪ আগস্ট আরজি কর কাণ্ডের প্রতিবাদে ঐতিহাসিক 'মহিলাদের রাত দখল' -এর সাক্ষী থেকেছিল গোটা রাজ্য। ফের বৃহস্পতিবার রাজ্যজুড়ে ন্যায় বিচারের দাবিতে 'রাত দখল' -এর ডাক দিয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, এসএফআই ও ডিওয়াইএফআই।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর হয়েছে গত ৯ আগস্ট। কিন্তু এখনও পর্যন্ত ন্যায় বিচার মেলেনি। অন্যদিকে, সম্প্রতি কালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনের পর শাসকদলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারিয়েছে ১০ বছরের বালিকা তামান্না। এছাড়া রাজ্যে ক্রমাগত বেড়েই চলছে ধর্ষণ, শ্লীলতাহানি মতো ঘটনা। এই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে, ছাত্র-যুব-মহিলারা এই রাত দখলের ডাক দিয়েছে।
মহিলা সমিতি, এসএফআই এবং ডিআইএফআই-এর তরফ থেকে বলা হয়েছে, "প্রশাসনের ঘুম কেড়ে নিতে হবে রাত দখলের মাধ্যমে। সমাজের সমস্ত অংশের মানুষের সর্বাত্মক অংশগ্রহণের মধ্যে দিয়ে আরও জোরালো করে তুলতে হবে ন্যায় বিচারের দাবি"।
অন্যদিকে, বৃহস্পতিবারের এই রাত দখল নিয়ে বুধবার মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ বলেছেন, "গত বছর বিচার চেয়ে রাত দখলে অংশগ্রহণ করেছিলেন আট বছরের শিশু থেকে কিশোরী, মহিলা এবং ৭০ বছরের বৃদ্ধাও। চিৎকার করে সবাই বলেছিলেন 'উই ওয়ান্ট জাস্টিস'। কেন্দ্র এবং রাজ্যের দুই শাসকের অনিচ্ছুক হাত থেকে 'জাস্টিস' ছিনিয়ে আনতে এবার আরও তীব্র হবে লড়াই"।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন