RG Kar Case: ন্যায়বিচারের দাবিতে বৃহস্পতিবার ফের 'রাত দখল'-এর ডাক বাম মহিলা-যুব-ছাত্রদের

People's Reporter: এক বছর আগে ১৪ আগস্ট আরজি কর কাণ্ডের প্রতিবাদে ঐতিহাসিক 'মহিলাদের রাত দখল' -এর সাক্ষী থেকেছিল গোটা রাজ্য।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

এক বছর আগে ১৪ আগস্ট আরজি কর কাণ্ডের প্রতিবাদে ঐতিহাসিক 'মহিলাদের রাত দখল' -এর সাক্ষী থেকেছিল গোটা রাজ্য। ফের বৃহস্পতিবার রাজ্যজুড়ে ন্যায় বিচারের দাবিতে 'রাত দখল' -এর ডাক দিয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, এসএফআই ও ডিওয়াইএফআই।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর হয়েছে গত ৯ আগস্ট। কিন্তু এখনও পর্যন্ত ন্যায় বিচার মেলেনি। অন্যদিকে, সম্প্রতি কালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনের পর শাসকদলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারিয়েছে ১০ বছরের বালিকা তামান্না। এছাড়া রাজ্যে ক্রমাগত বেড়েই চলছে ধর্ষণ, শ্লীলতাহানি মতো ঘটনা। এই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে, ছাত্র-যুব-মহিলারা এই রাত দখলের ডাক দিয়েছে।

মহিলা সমিতি, এসএফআই এবং ডিআইএফআই-এর তরফ থেকে বলা হয়েছে, "প্রশাসনের ঘুম কেড়ে নিতে হবে রাত দখলের মাধ্যমে। সমাজের সমস্ত অংশের মানুষের সর্বাত্মক অংশগ্রহণের মধ্যে দিয়ে আরও জোরালো করে তুলতে হবে ন্যায় বিচারের দাবি"।

অন্যদিকে, বৃহস্পতিবারের এই রাত দখল নিয়ে বুধবার মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ বলেছেন, "গত বছর বিচার চেয়ে রাত দখলে অংশগ্রহণ করেছিলেন আট বছরের শিশু থেকে কিশোরী, মহিলা এবং ৭০ বছরের বৃদ্ধাও। চিৎকার করে সবাই বলেছিলেন 'উই ওয়ান্ট জাস্টিস'। কেন্দ্র এবং রাজ্যের দুই শাসকের অনিচ্ছুক হাত থেকে 'জাস্টিস' ছিনিয়ে আনতে এবার আরও তীব্র হবে লড়াই"।

প্রতীকী ছবি
Ashok Dinda: নবান্ন অভিযানে পুলিশকে কটূক্তি-হেনস্থা! বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে হাজিরার নির্দেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in