
৯ আগস্ট আরজি কর কাণ্ডের একবছরে নবান্ন অভিযানের সময় পুলিশকে কটূক্তি ও হেনস্তার অভিযোগ। বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে হাজিরার নির্দেশ দিল নিউ মার্কেট থানা। আগামী ১৭ আগস্ট বিধায়ককে হাজিরা দিতে বলা হয়েছে।
গত শনিবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পূর্ণ হয়। কিন্তু এক বছরেও ন্যায়বিচার পাননি নির্যাতিতা বলে দাবি তাঁর বাবা মা'র। তার প্রতিবাদে ওইদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যতিতার বাবা-মা। মিছিল ছিল অরাজনৈতিক। নির্যাতিতার বাবা-মার এই আহ্বান সমর্থন করে বিজেপি।
সেদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া অশোক দিন্দা, অগ্নিমিত্রা পালের মতো রাজ্য বিজেপির প্রথম সারির নেতারাও উপস্থিত ছিলেন। দিনভর পার্কস্ট্রিট এবং ময়দান চত্বরে বিক্ষোভ চলে। অভিযোগ, বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের উপর হামলা চালান। ঘটনায় আহত হন ৩ কনস্টেবল। এক আইপিএস পদ মর্যদার অফিসারকেও মারধর করা হয়েছে বলে দাবি পুলিশের। সেই এফআইআরের ভিত্তিতে বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে হাজিরার নির্দেশ দিল নিউ মার্কেট থানা।
এদিকে সেদিনের অভিযানে পুলিশের লাঠির আঘাতে অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর জন্য পুলিশের পাশাপাশি শুভেন্দু অধিকারীকে দায়ী করেছে নাগরিক সংগঠন অভয়া মঞ্চ। তাদের দাবি, দায়িত্ব নিয়ে অভয়ার মা-বাবাকে আন্দোলনে নিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীই। তাই তাঁদের রক্ষা করার দায়িত্ব ভার শুভেন্দুর ছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন