

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার মন্দারমনি কোস্টাল থানার অধীন চাঁদপুর এলাকায় সি বিচ এর ধারে এক অজ্ঞাত পরিচয় যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সোমবার সকালে স্থানীয় মানুষ পাথরের ওপর পড়ে থাকা অবস্থায় এই অর্ধনগ্ন মৃতদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা দীঘা মন্দারমনি কোস্টাল থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্র অনুসারে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই মৃতদেহ এখানকার নয়। কেউ তাকে বাইরে থেকে এনে ফেলে গেছে। যদিও পুলিশের তরফ থেকে এই ঘটনায় এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষের মনে। মেরিন ড্রাইভ এলাকায় রাস্তা শুনশান থাকার কারণে এবং সেই সঙ্গে কোনও স্ট্রিট লাইট না থাকার কারণে এই অঞ্চল অন্ধকারই থাকে। স্থানীয়দের মতে, এই এলাকায় পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে দুষ্কৃতীদের আনাগোনাও।
এদিনের ঘটনার পরে স্থানীয়দের পক্ষ থেকে অবিলম্বে এই এলাকায় এবং মেরিন ড্রাইভ এলাকায় স্ট্রীট লাইট এবং পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানানো হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন