

তৃণমূলের নেতাজী-প্রেমকে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নেতাজীর আত্মীয়-স্বজনদের বাড়ি মেরামত করার জন্য তৃণমূলের ঠিকাদারদের পারমিশন নিতে হয় বলে অভিযোগ কংগ্রেস সাংসদের।
রবিবার এক সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, "নেতাজীর আত্মীয়-স্বজনদের বাড়ি মেরামত করার জন্য তৃণমূলের ঠিকাদারদের পারমিশন নিতে হয়। সেখানেও ভাগ দিতে হয়। এটাই নেতাজীর প্রতি সম্মান এই বাংলায়।"
ভাটপাড়াতে নেতাজীর মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ নিয়ে তিনি বলেন, আজকের মতো পবিত্র দিনে গোলাগুলির ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয়। এতে বাংলার ভাবমূর্তি উজ্জ্বল হয়না কখনো। আমি কারও পক্ষে-বিপক্ষে বলছি না। তবে আজকের দিনে সংঘর্ষের ঘটনা ঠিক নয়।
তিনি আরও বলেন, বিরোধী দলের রাজনৈতিক স্বাধীনতা নেই বাংলায়। বিরোধী দলকে এখানে অত্যাচারের শিকার হতে হয়। নির্যাতনের শিকার হতে হয়। আমরা কংগ্রেস করি, আমরা নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার সন্ত্রাসের শিকার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন