'মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে এটা কোন রাজ্য? কারো বাপের জমিদারি চলবে না' - মীনাক্ষী

তিনি বলেন - 'সকলে প্রতিবাদ না করলে এরাজ্যে বসবাস করার মত আর পরিস্থিতি থাকবে না। এদিকে, তৃণমূল নেতারা বলছেন ধর্ষণের প্রতিবাদে মিছিল করলে ডান্ডা দিয়ে মেরে ঠান্ডা করে দেব।'
হাঁসখালিতে মীনাক্ষী মুখোপাধ্যায়
হাঁসখালিতে মীনাক্ষী মুখোপাধ্যায়ছবি - ফেসবুক

হাঁসখালি ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে শুক্রবার দেখা করলেন সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানে তিনি শাসকদল তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, তৃণমূলের যে নেতারা অশ্লীল বিবৃতি দিচ্ছেন, পকসো আইনে আগে তাঁদের গ্রেফতার করা উচিত।

প্রসঙ্গত, রাজ্যের বেশ কয়েকটি ধর্ষণকাণ্ডের তদন্তভার হাইকোর্ট তুলে দিয়েছে আইপিএস দময়ন্তী সেনের হাতে। কিন্তু তার মধ্যে হাঁসখালি ধর্ষণকাণ্ড ছিল না। তা নিয়ে বিরোধীরা সরব হয়। তারপর অবশ্য হাইকোর্ট হাঁসখালির ঘটনার তদন্তভার সিবিআইকে দেয়।

মীনাক্ষী মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'এই ঘটনায় নাবালিকার পরিবারকে সমবেদনা জানানোর কোনও ভাষা নেই। যেভাবে দিনের পর দিন রাজ্যে ধর্ষণ ও খুনের ঘটনা বেড়ে চলেছে, সকলে প্রতিবাদ না করলে এরাজ্যে বসবাস করার মত আর পরিস্থিতি থাকবে না। এদিকে, তৃণমূল নেতারা বলছেন ধর্ষণের প্রতিবাদে মিছিল করলে ডান্ডা দিয়ে মেরে ঠান্ডা করে দেব।'

পাশাপাশি তিনি আরও বলেন, 'মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের সাংসদ, বিধায়করা যেভাবে খুন ও ধর্ষণের ঘটনায় বিবৃতি দিচ্ছেন, প্রশাসনকে বলব সবার আগে পকসো আইনে তাঁদের গ্রেফতার করা উচিত। আমরা চাই সিবিআই তাড়াতাড়ি তদন্ত করে দোষীদের চিহ্নিত করুক, শাস্তি দিক।'

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন - "মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে এটা কোন রাজ্য? কারো বাপের জমিদারি চলবে না। মানুষ ভোট দিয়েছে - নমনীয় হতে বলেছে, মানুষ ভোট দিয়েছে - ধৈর্যশীল হতে বলেছে, দায়িত্ববান হতে বলেছে।"

হাঁসখালিতে মীনাক্ষী মুখোপাধ্যায়
Anis Khan Case: 'লড়াই থেকে সরছি না' - আনিস খানের বাবার সঙ্গে দেখা করলেন মীনাক্ষী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in