ভোটের দিন বহরমপুরে থেকে প্রভাব খাটাবেন মমতা - কমিশনে অভিযোগ অধীরের

অধীর লিখেছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে রাতে থেকে ভোট লুটের চূড়ান্ত পরিকল্পনা করবেন। প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিকদের নির্দেশ দেবেন। তৃণমূলের গুন্ডাবাহিনীকে ভোট লুটের নির্দেশ দেবেন
অধীর চৌধুরী ও মমতা ব্যানার্জি
অধীর চৌধুরী ও মমতা ব্যানার্জিফাইল ছবি সংগৃহীত

ভোট লুট করতে চান। সেই চক্রান্ত বহরমপুরে বসেই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। করোনা আক্রান্ত হয়ে আপাতত ঘরবন্দি তিনি। আইসোলেশনে থেকেই শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন তিনি।

নির্বাচন কমিশনকে অধীর লিখেছেন, ‘‌তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে রাতে থেকে ভোট লুটের চূড়ান্ত পরিকল্পনা করবেন। প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিকদের নির্দেশ দেবেন। তৃণমূলের গুন্ডাবাহিনীকে ভোট লুটের নির্দেশ দেবেন।’‌ ২০১৮ সালের পঞ্চায়েত ভোট ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মতো এবারও তৃণমূল সুপ্রিমো ভোট লুট করবেন, এমনটাই আশঙ্কা তাঁর। অধীরের আবেদন, মুর্শিদাবাদের মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হোক।

অধীর চৌধুরী ও মমতা ব্যানার্জি
WB Election 21: ডোমকলে নির্বাচনী প্রচারে CPIM-TMC সংঘর্ষ, আহত ৫

প্রসঙ্গত, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করতে হবে। এই অভিযোগে ভোটপর্ব মিটলে সুপ্রিম কোর্টে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বোলপুরে সাংবাদিক বৈঠকে কয়েকটি নথি প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছেন রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in