

বিধানসভা নির্বাচন প্রায় শেষ পর্যায়ে। বাকি আর মাত্র দু'দফার নির্বাচন। কিন্তু জেলায় জেলায় রাজনৈতিক সংঘর্ষ চলছেই। এবারের ঘটনাস্থল মুর্শিদাবাদের ডোমকল। সেখানে শনিবার রাতে তৃণমূল সিপিএমের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার জেরে দু'পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত সোমবার সপ্তম দফায় মুর্শিদাবাদে নির্বাচন।
অভিযোগ, ডোমকলের ১৫ নম্বর ওয়ার্ডে ভোটপ্রচারে বেরিয়ে সিপিএমের কর্মী-সমর্থকরা তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। হাতাহাতি থেকে শুরু করে বাঁশ, লাঠি নিয়ে একে অপরকে আক্রমণ করে। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। গুরুতর জখম হন মোট ৫ জন। আহতদের মধ্যে ২ জন সিপিএম কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বহরমপুর হাসপাতালে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁদের সামনেই মারধর চলে। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভোট মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক অশান্তির খবরে স্বাভাবিকভাবেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন