
গোটা রাজ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। অন্যদিকে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছিল নিম্নচাপ। যার ফলে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। বর্তমানে নিম্নচাপটি ঝাড়খণ্ডে অবস্থান করছে। তাই আগামী দু'দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়ারও তেমন হেরফের হবে না। তবে রবিবার থেকে আবার বৃষ্টি বাড়বে বঙ্গে। মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টি হবে কলকাতাতেও।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপের জেরে গত দু-তিন দিন ধরে দক্ষিণবঙ্গে জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। শুক্রবারও দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও, আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। শনি এবং রবিবার আবহাওয়া একই থাকবে। রোদের তেজ সেভাবে থাকবে না। উত্তরবঙ্গেও একই সতর্কতা জারি করা হয়েছে। তবে ফের বৃষ্টি বাড়বে রবিবার থেকে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সঙ্গে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী চার থেকে পাঁচ দিন। যার ফলে উত্তাল থাকবে সমুদ্র। এই কারণে এই কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আলিপুর জানাচ্ছে, বর্তমানে বর্ষা উত্তর আরব সাগরের বেশির ভাগ এলাকায় প্রবেশ করেছে। বর্ষা প্রবেশ করেছে - উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থানে। আগামী দু-তিন দিনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর এবং লাদাখে বর্ষা ঢুকে পড়বে বর্ষা।
KEYWORDS: Heavyrain, Thunderstrom, Kolkata, Monsoon, MTD
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন