
শরতের শুরুতেই ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ। যার জেরে সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি হবে কলকাতাতেও।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে নালিয়া, ভোপাল, বেতুল এবং রায়পুর বরাবর ওড়িশার গভীর নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি বর্তমানে গোপালপুরের কাছে রয়েছে। ক্রমে যা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। এর জেরে আগামী কয়েক দিন উত্তাল থাকবে ওড়িশা উপকূল। যার ফলে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ ও ওড়িশা উপকূলে আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর জানাচ্ছে, মঙ্গলবার ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। বুধবার ওই জেলাগুলির পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদেও।
বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আলিপুর। ওই দিন দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামী সোমবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। চলবে শুক্রবার পর্যন্ত।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি, স্বাভাবিকের থেকে যা ০.১ ডিগ্রি কম। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন