SSC Scam: কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষোভ চাকরিহারাদের, লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

People's Reporter: বুধবার সকালে চাকরিহারাদের একাংশ জড়ো হন কসবায় স্কুল পরিদর্শক (ডিআই) অফিসের সামনে। তবে পুলিশ আগে থেকেই ডিআই অফিসের গেটে তালা লাগিয়ে রাখে।
কসবায় বিক্ষোভরত চাকরিহারারা
কসবায় বিক্ষোভরত চাকরিহারারাছবি - সংগৃহীত
Published on

সুপ্রিম কোর্টে ২০১৬ সালের প্যানেল বাতিলের পর থেকেই চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল গোটা রাজ্য। মঙ্গলবারের পর বুধবারও একই ছবি দেখা গেল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। বুধবার সকাল থেকে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। এমনকি পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগও উঠেছে।

বুধবার সকালে চাকরিহারাদের একাংশ জড়ো হন কসবায় স্কুল পরিদর্শক (ডিআই) অফিসের সামনে। তবে পুলিশ আগে থেকেই ডিআই অফিসের গেটে তালা লাগিয়ে রাখে। কিন্তু বেলা গড়াতেই গেটের তালা ভেঙ্গে অফিসের ভিতরে প্রবেশ করেন চাকরিহারারা। তাঁদের দাবি, স্কুল পরিদর্শককে (ডিআই) দেখা করতে হবে তাঁদের সাথে। তাঁর হাতে স্মারকলিপি তুলে দেবেন তাঁরা। কিন্তু অফিসে ছিলেন না ডিআই। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে। তবে শোনেননি তাঁরা। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এর জেরে কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

কলকাতার মতো চাকরিহারাদের বিক্ষোভের ছবি দেখা গিয়েছে হুগলিতে। হুগলি স্টেশন থেকে বেরিয়ে 'যোগ্য' শিক্ষকরা মিছিল করে যান ডিআই অফিসের দিকে। তাঁদের দাবি, যোগ্য-অযোগ্য আলাদা করতে হবে। ফেরাতে হবে তাঁদের চাকরি। হুগলি জিটি রোডে অবরোধও করেন তাঁরা। পরে ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেন।

একই ছবি দেখা গিয়েছে মালদাতেও। এদিন সকাল ১১টা নাগাদ ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন স্কুল পরিদর্শকের দফতর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন 'যোগ্য'রা। অভিযোগ, ডিআই অফিসের সামনে গেলেই তাদের আটকে দেওয়া হয়। সেখানে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে তাঁদের।

বালুরঘাটেও বিক্ষোভ দেখান চাকরিহারারা। বুধবার সকালে রঘুনাথপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। তবে সেই মিছিল ডিআই অফিসের সামনে যেতেই পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। অভিযোগ, পুলিশ তাঁদের আটকাতে ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড টপকে এগোতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। এর প্রতিবাদ জানিয়ে ডিআই অফিসের মূল কক্ষে এবং বাইরের দু’টি গেটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

প্যানেল বাতিলের প্রতিবাদে বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের তমলুকে ডিআই অফিসের সামনে জড়ো হন চাকরিহারারা। অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে রাস্তার উপরেই বিক্ষোভ দেখান তাঁরা। এমনকি ডিআই-কে অফিসে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁদেরও দাবি, যোগ্যদের সরকারি ভাবে কাজে ফেরাতে হবে।

মেদিনীপুরেও দেখা গেছে একই দৃশ্য। ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারারা। অভিযোগ, সেখানেও ডিআইকে অফিসে প্রবেশ করতে দেওয়া হয়নি।  

মুর্শিদাবাদের বহরমপুরেও ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেন 'যোগ্য' শিক্ষকরা। সেখানে আন্দোলনকারীদের মুখে শোনা গেল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান।

কসবায় বিক্ষোভরত চাকরিহারারা
Rahul Gandhi: ২৬ হাজার চাকরি বাতিল মামলায় তৃণমূল সরকারের নিন্দা করে রাষ্ট্রপতিকে চিঠি রাহুল গান্ধীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in