
২৬ হাজার চাকরি বাতিল নিয়ে এবার মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক তথা রাজ্যের শাসক দলকে পরোক্ষ ভাবে কাঠগড়ায় তুললেন তিনি। তিনি মনে করেন, অযোগ্য প্রার্থীদের জন্য যোগ্যদের চাকরি যাওয়া সঠিক বিচার নয়। এ বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি লিখেছেন রাহুল।
২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করেছে প্রায় ২৬ হাজার জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর। যোগ্য-অযোগ্য বাছাই করতে না পারায় পুরো প্যানেল বাতিল করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কয়েক জন অযোগ্যদের জন্য কেন চাকরি যাবে যোগ্যদের? কেন যোগ্যদের আবার যোগ্যতার প্রমাণ দিতে হবে? যোগ্য-অযোগ্য বাছাই করতে না পারার দায় রাজ্য সরকারের দিকেই ঠেলছেন অনেকে।
এই আবহে এবার মমতার সরকারকে পরোক্ষভাবে দায়ী করলেন রাহুল গান্ধী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মকে লেখা চিঠিতে তিনি লিখেছেন, “নিয়োগের ক্ষেত্রে যদি কোনও অন্যায় হয়ে থাকে, তা নিন্দনীয়। বিষয়টি অবশ্যই বিচারের আওতায় আসা উচিত। তবে এই নিয়োগপ্রক্রিয়ায় যাঁরা সততার সঙ্গে চাকরি পেয়েছিলেন, তাঁদের সঙ্গে অবিচার হয়েছে”।
রাহুলের দাবি, ‘শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’ –এর কয়েকজন প্রতিনিধি তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের অনুরোধেই এই চিঠি লিখেছেন তিনি। রাহুলের কথায়, “একসঙ্গে এত শিক্ষকের চাকরি বাতিলের ফলে বিপাকে পড়েছে লাখ লাখ পড়ুয়া। শিক্ষকের অভাবে ক্লাস করতে পারছে না। ফলে মনোবল ভেঙে যাচ্ছে তাদের”।
এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে রাহুল চিঠিতে লিখেছেন, “আমার আর্জি, আপনি (রাষ্ট্রপতি) বিষয়টিতে হস্তক্ষেপ করুন। সরকারকে অনুরোধ করুন বিষয়টি বিবেচনা করে দেখতে, যাতে ‘যোগ্যেরা’ চাকরি না খোয়ান”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন