Rahul Gandhi: ২৬ হাজার চাকরি বাতিল মামলায় তৃণমূল সরকারের নিন্দা করে রাষ্ট্রপতিকে চিঠি রাহুল গান্ধীর

People's Reporter: রাষ্ট্রপতিকে চিঠিতে তিনি লিখেছেন, “বিষয়টি অবশ্যই বিচারের আওতায় আসা উচিত। তবে এই নিয়োগপ্রক্রিয়ায় যাঁরা সততার সঙ্গে চাকরি পেয়েছিলেন, তাঁদের সঙ্গে অবিচার হয়েছে”।
রাহুল গান্ধী
রাহুল গান্ধীফাইল ছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

২৬ হাজার চাকরি বাতিল নিয়ে এবার মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক তথা রাজ্যের শাসক দলকে পরোক্ষ ভাবে কাঠগড়ায় তুললেন তিনি। তিনি মনে করেন, অযোগ্য প্রার্থীদের জন্য যোগ্যদের চাকরি যাওয়া সঠিক বিচার নয়। এ বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি লিখেছেন রাহুল।

২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করেছে প্রায় ২৬ হাজার জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর। যোগ্য-অযোগ্য বাছাই করতে না পারায় পুরো প্যানেল বাতিল করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কয়েক জন অযোগ্যদের জন্য কেন চাকরি যাবে যোগ্যদের? কেন যোগ্যদের আবার যোগ্যতার প্রমাণ দিতে হবে? যোগ্য-অযোগ্য বাছাই করতে না পারার দায় রাজ্য সরকারের দিকেই ঠেলছেন অনেকে।

এই আবহে এবার মমতার সরকারকে পরোক্ষভাবে দায়ী করলেন রাহুল গান্ধী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মকে লেখা চিঠিতে তিনি লিখেছেন, “নিয়োগের ক্ষেত্রে যদি কোনও অন্যায় হয়ে থাকে, তা নিন্দনীয়। বিষয়টি অবশ্যই বিচারের আওতায় আসা উচিত। তবে এই নিয়োগপ্রক্রিয়ায় যাঁরা সততার সঙ্গে চাকরি পেয়েছিলেন, তাঁদের সঙ্গে অবিচার হয়েছে”।

রাহুলের দাবি, ‘শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’ –এর কয়েকজন প্রতিনিধি তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের অনুরোধেই এই চিঠি লিখেছেন তিনি। রাহুলের কথায়, “একসঙ্গে এত শিক্ষকের চাকরি বাতিলের ফলে বিপাকে পড়েছে লাখ লাখ পড়ুয়া। শিক্ষকের অভাবে ক্লাস করতে পারছে না। ফলে মনোবল ভেঙে যাচ্ছে তাদের”।

এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে রাহুল চিঠিতে লিখেছেন, “আমার আর্জি, আপনি (রাষ্ট্রপতি) বিষয়টিতে হস্তক্ষেপ করুন। সরকারকে অনুরোধ করুন বিষয়টি বিবেচনা করে দেখতে, যাতে ‘যোগ্যেরা’ চাকরি না খোয়ান”।

রাহুল গান্ধী
SSC Scam: 'দু’মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব' - নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের আশ্বাস মমতার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in