নরেন্দ্রনাথ চক্রবর্তী
নরেন্দ্রনাথ চক্রবর্তীছবি - সংগৃহীত

TMC: 'পুরোটাই নাটক, পাকিস্তানের সঙ্গে সেটিং' - অপারেশন সিঁদুর নিয়ে দাবি তৃণমূল বিধায়কের, দায়ের FIR

People's Reporter: নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে সেটিং করেছে"।
Published on

পাকিস্তানের সঙ্গে সেটিং করেই অপারেশন সিঁদুর-এর পরিকল্পনা করেছিল কেন্দ্র সরকার! 'অপারেশন সিঁদুর' অভিযান নিয়ে এমনই বিতর্কিত অভিযোগ তুললেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এই আবহে নরেন্দ্রনাথের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে এই ঘটনার দায় নিতে অস্বীকার করা হয়েছে।

সম্প্রতি দলের এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে সেটিং করেছে। এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এ সিঁদুর বাঙালির রক্তে, এ সিঁদুর মায়ের সিঁথিতে আছে। কিন্তু, এই সিঁদুর নিয়ে যদি খেলা করে তাকে উচিৎ শিক্ষা দিতে হবে। বাপ-মায়ের সিঁদুর নিয়ে যাঁরা খেলা করে তাঁদের ডাস্টবিনে ফেলতে হবে"।

বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল বিধায়কের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, "পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর করা জঘন্য এবং নিন্দনীয় মন্তব্য স্পষ্টভাবে প্রকাশ করে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কতটা দেশবিরোধী বিষ ছড়ানোর চেষ্টা করছে"।

অন্যদিকে, বিধায়কের এই দাবির সমালোচনা করে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, “যদি তিনি পাকিস্তানের প্রতি এতই সহানুভূতিশীল হন, তাহলে সেখানে গিয়ে জমি কিনে সেখানে থাকাই তাঁর জন্য ভালো। যদি অন্য কেউ এমন মন্তব্য করতেন, তাহলে এখনই তৃণমূল কংগ্রেস এফআইআর দায়ের করত। কিন্তু যখন তাদের নেতা বলেন, তখন কোনও ব্যবস্থা নেওয়া হয় না"।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, “তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই সাম্প্রতিক বক্তৃতা গুরুতর প্রশ্ন উত্থাপন করে যা উপেক্ষা করা যায় না। এই ধরনের বক্তব্যের অবিলম্বে তদন্তের দাবি করি"।

অন্যদিকে এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “আমরা এই বিবৃতি সমর্থন করি না। এটি তাঁর ব্যক্তিগত মন্তব্য। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে জাতির স্বার্থে, অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূল কংগ্রেস কোনও রাজনৈতিক বিবৃতি দেবে না। এমনকি অপারেশন সিঁদুর নিয়ে কোনও বিতর্ক বা সমালোচনায়ও অংশ নেবে না। তবে বিজেপি নেতারা রাজনৈতিক সুবিধা পেতে চাইছেন"।

Key Words: Operation Sindoor, TMC MLA Narendranath Chakraborty, TMC, West Bengal

নরেন্দ্রনাথ চক্রবর্তী
Starlink: ভারতে কত দামি হতে পারে মাস্কের স্টারলিঙ্ক? একনজরে বিভিন্ন দেশের মাসিক মূল্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in