

সাংসদের সামনেই হাতাহাতিতে জড়ালেন তৃণমূলের দুই গোষ্ঠী। সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় জুতোও। সবমিলিয়ে বীরভূমের ঘটনায় বেশ অস্বস্তিতে শাসকদল।
রাজ্যজুড়ে চলছে এসআইআর। ভোটারদের সহায়তা করার জন্য জায়গায় জায়গায় শিবির করছে তৃণমূল। বীরভূমের সিউড়ি-২ ব্লকের কোমা গ্রামপঞ্চায়েতের গাংটে গ্রামে সেরকমই একটি শিবির করেছিল তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।
অভিযোগ, আলোচনাসভা চলাকালীন তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অন্য গোষ্ঠীর সদস্যরা। বলরাম বাগদি, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। কাজল শেখের অনুগামীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান।
অশান্তি এমন পর্যায়ে পৌঁছায় যে বলরামকে নিজের গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন শতাব্দী রায়। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, শতাব্দীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েকজন। গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়। গাড়িতে জুতো দিয়ে বাড়ি মারাও হয়।
যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ। এই ঘটনার নেপথ্যে বিজেপি ও সিপিআইএম রয়েছে বলে দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, সিউড়ি-২ ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। ব্লক সভাপতি নুরুল ইসলাম, কাজল শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত। অন্যদিকে বলরাম বাগদি অনুব্রত মণ্ডলের কাছের লোক। সভা চলাকালীন নুরুল ইসলামের অনুগামীরা বিক্ষোভ দেখিয়েছিলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন