SIR ঘোষণার পর থেকে ২৮ জনের মৃত্যু! অবিলম্বে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করার দাবি মুখ্যমন্ত্রীর

People's Reporter: মুখ্যমন্ত্রী লেখেন, "যে প্রক্রিয়ায় ৩ বছর সময় লাগত, নির্বাচনের আগে রাজনৈতিক প্রভুদের খুশি করতে সেই কাজের জন্য ২ মাস সময় দেওয়া হচ্ছে, BLO-দের উপর অমানবিক চাপ প্রয়োগ করা হচ্ছে।"
মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জিফাইল ছবি
Published on

রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে ২৮ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই তথ্য দিয়েছেন। বুধবার জলপাইগুড়িতে এক বুথ লেবেল অফিসার বা বিএলও-র আত্মহত্যার খবর প্রকাশ্যে আসার পর এই নিয়ে শোক প্রকাশ করে এমন দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

বুধবার জলপাইগুড়ির রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের ২০/১০১ নম্বর বুথের বিএলও শান্তিমুনি ওঁরাও-এর (৪৮) ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বাড়ির সংলগ্ন একটি গাছে ওড়নার ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃতার পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে এমন সিদ্ধান্ত নিয়েছেন পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী শান্তিমুনি।

মৃতার স্বামী সুখ এক্কা জানান, অঙ্গনওয়াড়ির কাজ, বাড়ির বিভিন্ন দায়িত্ব, এর উপর এসআইআর-এর কাজ - সব মিলিয়ে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ছিলেন শান্তিমুনি। তিনি বলেন, "এখানে বেশির ভাগই হিন্দিভাষী মানুষ। কিন্তু ফর্ম বাংলায়। ফর্ম ফিল আপে খুব ভুল হতো। প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে লোকজন আসতেন ফর্ম পূরণের জন্য। ও চাপ নিতে পারছিল না। কাজ থেকে অব্যাহতি চাইতে ব্লক অফিসে গিয়েছিল। কিন্তু বলা হয়, ওর নাম আছে, ওকে কাজ করতেই হবে। এতে ও আরও ভেঙে পড়ে।"

কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলার মেমারির চক বলরামপুরে ২৭৮ নম্বর বুথের বিএলও নমিতা হাঁসদার এসআইআর-এর কাজ করতে করতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে।

বুধবার হুগলির কোন্নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বিএলও ৬০ বছর বয়সী তপতী বিশ্বাসও এসআইআর-এর কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে তপতী বিশ্বাসের। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁকে বিএলও-র কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়াও নানা সময় বিএলও-দের অসুস্থ হয়ে পড়ার খবর আসছে।

এই সমস্ত কিছু নিয়ে সমাজ মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, "রাজ্যে SIR ঘোষণার পরে ২৮ জন আত্মহত্যা করেছেন। কেউ ভয়ে, কেউ অনিশ্চয়তায়, কেউ মানসিক চাপে আবার কেউ কাজের চাপে নিজেকে শেষ করেছেন। নির্বাচন কমিশন কর্তৃক অপরিকল্পিত অভিযানে প্রচণ্ড কাজের চাপে এতগুলো মূল্যবান জীবন হারিয়ে যাচ্ছে।"

তিনি আরও লেখেন, "যে প্রক্রিয়ায় ৩ বছর সময় লাগত, এখন নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক প্রভুদের খুশি করতে সেই কাজের জন্য ২ মাস সময় বেঁধে দেওয়া হচ্ছে, BLO-দের উপর অমানবিক চাপ প্রয়োগ করা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বিবেক দিয়ে কাজ করার আবেদন করছি। আরও প্রাণহানির আগে অবিলম্বে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছি।"

মমতা ব্যানার্জি
Fact Check: দলে দলে মানুষ পালাচ্ছেন বাংলাদেশে - ভাইরাল ভিডিও ঘিরে কী জানালো অলট নিউজের ফ্যাক্ট চেক?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in