'তৃণমূল করতে হলে আদর্শ মূল্যবোধ নিয়ে করতে হবে' - মমতা বন্দ্যোপাধ্যায়

দলের বিক্ষুব্ধদের সতর্ক করে দেন মমতা। তাঁর প্রশ্ন, দলে যদি প্রার্থী থাকেন, তবে কেন নির্দলদের সমর্থন করা হবে?‌ যাঁরা এই কাজ করেছেন, তাঁদের নাম ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়ে দিয়েছি।'
তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি সংগৃহীত

গত বিধানসভা নির্বাচনে তৃতীয়বার বিপুল ভোটে জিতে নিরঙ্কুশ ভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে তৃণমূল। গত বছর ২ মে ভোটের ফল প্রকাশিত হয়। আগামী ২ মে রাজ্যে তৃণমূল সরকারের বর্ষপূর্তি উপলক্ষে জনসংযোগ যাত্রার আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার এমনটাই জানিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বললেন, ‘‌নির্বাচনে জিতে গিয়েছেন বলে ভুলে যাবেন না। সবসময় সক্রিয় থাকতে হবে।’‌ নির্দল প্রার্থীদের প্রসঙ্গে বলেন, 'প্রথমে সতর্ক করব, তারপর শোকজ করব। তাতেও কাজ না হলে সাসপেন্ড করা হবে। ইতিমধ্যে ২–৩ জনকে সতর্ক করা হয়েছে।'

দলের বিক্ষুব্ধদের সতর্ক করে দেন মমতা। তাঁর প্রশ্ন, দলে যদি প্রার্থী থাকেন, তবে কেন নির্দলদের সমর্থন করা হবে?‌ যাঁরা এই কাজ করেছেন, তাঁদের নাম ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়ে দিয়েছি।' একইসঙ্গে তিনি জানিয়ে দেন, তৃণমূল করতে হলে আদর্শ মূল্যবোধ নিয়ে করতে হবে।

দলের যুব সংগঠন দলের মূল শাখার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার বার্তাও দেন তৃণমূল নেত্রী। তাঁর সতর্কবার্তা, দলের নির্দেশ যারা মানছেন না, তাঁদের খবর আমার কাছে রয়েছে। নির্দল আর কিছু নেতা এসব করছেন। দল সুযোগ পেলেই, দেখবেন ক্যাচ করে আপনার নামটা কেটে দেবে।

দলীয় বিধায়কদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী জানান, বিধানসভায় বিধায়কদের নিয়মিত আসতে হবে। বিধানসভাকে স্কুল-কলেজের মতো ভাবুন। অনুমতি না নিয়ে কোনও বিধায়কের অনুপস্থিত হবেন না। বিধানসভায় বিজেপিকে তৃণমূল বিধায়কদেরই মোকাবিলা করতে হবে।

তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়
২০১১-র পরে রাজ্যে তথ্যপ্রযুক্তিতে কর্মসংস্থান বেড়েছে তিন গুণ, দাবি মুখ্যমন্ত্রীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in