'অশান্তি হলে গুলি চলবে', এসআইআর ইস্যুতে বিতর্কিত বার্তা সুকান্তের! পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের

People's Reporter: সুকান্তের আশ্বাস, ‘‘আগে ভাল করে বুঝুন। মুসলিম হন, হিন্দু হন, যাঁরা ভারতীয়, তাঁদের নাম ভোটার তালিকায় থাকবে।’’
সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদারনিজস্ব চিত্র
Published on

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) শুরু হওয়ার আগেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ চরমে। বুধবার কলকাতায় বিজেপির তফসিলি জনজাতি মোর্চার বিক্ষোভ মিছিলের মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, এসআইআর নিয়ে হিংসা বা অশান্তি ছড়ানোর চেষ্টা হলে কেন্দ্রীয় বাহিনী নামবে। প্রয়োজনে 'গুলি চলবে' বলেও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর এই মন্তব্যের পাল্টা তৃণমূল জানিয়েছে, বৈধ ভোটারের নাম যদি বাদ দেওয়া হয়, তবে 'আগুন জ্বলে যাবে'।

উত্তরবঙ্গে সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে বিজেপির তফসিলি জনজাতি মোর্চা মিছিলের ডাক দিয়েছিল। বুধবারের এই মিছিলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির প্রায় সমস্ত শীর্ষনেতা। তবে অসুস্থতার কারণে মিছিলে অনুপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মিছিলটি কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত যায়।

কলেজ স্কোয়্যার থেকে শুরু হওয়া মিছিলের গন্তব্য ছিল ডোরিনা ক্রসিং। এদিন মিছিল শুরুর আগে কলেজ স্কয়ারে ভাষণ দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “সাধারণ মুসলিম ভাইদেরকে, যাঁরা আমাদের ভোট দেন না, তাঁদেরও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনীও নামবে। যে রকম মুর্শিদাবাদে নেমেছিল।"

এরপরেই কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "যদি ভাঙচুর করেন, দোকানঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোনও নেতার ছেলের জীবন যাবে না। কেন্দ্রীয় বাহিনী নামলে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেদের গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবেন। তাঁদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না।"

তবে তাঁর আশ্বাস, ‘‘আগে ভাল করে বুঝুন। মুসলিম হন, হিন্দু হন, যাঁরা ভারতীয়, তাঁদের নাম ভোটার তালিকায় থাকবে।’’

গত এপ্রিলে মুর্শিদাবাদের ধুলিয়ান ও শমসেরগঞ্জ এলাকায় যে সংঘর্ষ হয়েছিল, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সুকান্তের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটেই তাঁর এই নতুন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

তবে সুকান্তের এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ব্যারাকপুরের সাংসদ ও প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘‘আমাদের একটাই বক্তব্য। কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। বাদ গেলে আগুন জ্বলে যাবে।’’

সুকান্ত মজুমদার
Mamata Banerjee: ভুটানের জলে বিপর্যয়, ওরাও ক্ষতিপূরণ দিক - উত্তরবঙ্গে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in