যদি ১০ পয়সারও লেনদেন প্রমাণ করতে পারে, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করতেও রাজি - অভিষেক

তিনি বলেন- 'কেন্দ্রীয় সংস্থা ১০ পয়সার কোন লেনদেন প্রমাণ করতে পারে বা জনসম্মুক্ষে আনতে পারে, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। আমাকে ফাঁসির মঞ্চ করে বলুন আমি মৃত্যুবরণ করতে রাজি আছি।'
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ফাইল চিত্র

দিল্লি উড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লাকাণ্ডে ED-র তলবে তিনি দিল্লি যাচ্ছেন। বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান - 'আমি নভেম্বর মাসে যা বলেছিলাম, তার ৭ মাস অতিক্রান্ত হয়েছে। আমি আজও আমার অবস্থানে অনড়। আমি প্রকাশ্য জনসভায় বলেছিলাম, আমার বিরুদ্ধে যদি কোনো কেন্দ্রীয় সংস্থা ১০ পয়সারও কোনো লেনদেন প্রমাণ করতে পারে, আমার পিছনে ইডি-সিবিআই লাগাতে হবে না, ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমি মৃত্যুবরণ করে নেব। আজও একই কথা বলছি। যে কোনো তদন্তের সামনা সামনি হতে প্রস্তুত আমি।'

তিনি আরও বলেন - কলকাতার ঘটনায় আমাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে। আমি যাব দিল্লিতে। বিজেপি হেরে গেছে। রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে, তৃণমূল কংগ্রেসের সাথে এখন প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে নেমেছে। তদন্তকারী সংস্থাগুলোকে পিছনে লেলিয়ে দিয়ে রাজনৈতিক হিংসা চরিতার্থ করা ছাড়া ওদের কোনো কাজ নেই।

তিনি বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করে বলেন - 'আমি বিজেপি নেতাদের বলবো বসুন না আমার সাথে যেকোনো সর্বভারতীয় নেতা, যেকোনো চ্যানেল ঠিক করুন, আমার সাথে বসু্‌ন, কেন্দ্রীয় সংস্থা পাঁচ বছরে কিভাবে কাজ করেছে, সাত বছর আপনাদের শাসনকালে ভারতবর্ষের কি করুণ পরিণতি, আমি যদি এক্সপোজ না করতে পারি রাজনীতির আঙিনায় পা রাখব না।'

অভিষেক বন্দ্যোপাধ্যায়
Coal smuggling case: কাল দিল্লিতে ED দফতরে হাজিরা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তিনি এখানেই থেমে থাকেননি। আরও বলেন- 'টিভির পর্দায় যাদেরকে কাগজ মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে, সেই ঘটনায় সিবিআই-এর চোখে ছানি পড়ে যায়। সুদীপ্ত সেন যাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাচ্ছে, তাদের একজন এখানে বিজেপির দলনেতা, আরেকজন হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী। এইতো বিজেপির দ্বিচারিতা। তৃণমূলকে এইভাবে দমিয়ে রাখা যাবে না। তৃণমূল কংগ্রেস ১ ইঞ্চি মাথা নত করবে না। আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি, আমরা আর যাই হোক শিরদাঁড়া বিক্রি করব না।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in