'আমি ভাবছি কাল থেকে সাদা শার্ট পরব অর্জুনের মতো' - প্রাক্তন সহকর্মীর প্রশংসায় পঞ্চমুখ মদন

তিনি বলেন, 'শুনেছি ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন শুভেন্দু। হয়তো বিজেপি ছাড়া অন্য কোনও হোয়াটসঅ্যাপ করছেন। ... আমি খুশি যে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বঞ্চনা নিয়ে যা বলছি বিজেপির একজন এমপিও তা মনে করছেন।
মদন মিত্র, অর্জুন সিং
মদন মিত্র, অর্জুন সিংফাইল চিত্র

হঠাৎই যেন দলে বেসুরো হয়ে পড়েছেন ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং। পাটের দর বৃদ্ধিতে মোদি সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। জুট শিল্প নিয়ে মমতার সঙ্গে লড়াইয়ে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল থেকে মলয়চন্দন চক্রবর্তী- সাংসদের তোপের শিকার হয়েছেন অনেকেই।

রাজনৈতিক মহলে অবশ্য হঠাৎ করেই রাজ্য সরকারের প্রতি অর্জুনের প্রীত মনোভাব পোষণ করা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই আবহকে আরও একটু উস্কে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এতদিন রাজ্য রাজনীতি দেখেছে, দুজনের কটূক্তি ভরা সম্পর্ক। এবার হঠাৎই মদন মিত্রের মুখের অর্জুন সিংয়ের রূপের প্রশংসা শোনা গেল। হঠাৎ এই অর্জুনকে সুন্দর বলে মনে হতে লেগেছে!

কী বললেন মদন মিত্র? বুধবার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে আসেন মদন মিত্র৷ সেখানে 'বেসুরো' অর্জুনকে নিয়ে প্রশ্ন উঠতেই সবাইকে চমকে দিয়ে একগাল হেসে মদন মিত্র বলে ওঠেন, 'এতদিন এটা মনে হয়নি। আজ কেন মনে হচ্ছে জানি না। অর্জুনকে বেশ সুন্দর দেখতে। বেশ ফর্সা।'

এখানেই থেমে না থেকে কামারহাটির বিধায়ক আরও বলেন, 'ইংরেজিতে একটা কথা আছে, 'বেটার লেট দ্যান নেভার। এখন অর্জুনের মনে হচ্ছে কেন্দ্র পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে। যে কারণেই বলুক। আরও বলেছেন প্রয়োজন হলে আন্দোলন করব। এই অনুভূতিটা আজ শুধু তৃণমূল নয়, ভারতবর্ষের প্রত্যেকের মনে ঢুকে গিয়েছে। কেন্দ্র পশ্চিমবঙ্গকে ধোঁকা দিচ্ছে ও বঞ্চনা করছে। বিজেপির একজন সাংসদও সেটা উপলব্ধি করছেন।'

তিনি আরও বলেন, 'শুনেছি ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন শুভেন্দু। হয়তো বিজেপি ছাড়া অন্য কোনও হোয়াটসঅ্যাপ করছেন। সেটা জানি না। অর্জুন কেন এসব বলছেন, তারও কোনও ব্যাখ্যা করব না। আমি খুশি যে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বঞ্চনা নিয়ে যা বলছি বিজেপির একজন এমপিও তা মনে করছেন।'

শুধু তাই নয়, অর্জুনের জামাকাপড়ও বেশ মনে ধরেছে মদনের। বললেন, 'আমি ভাবছি কাল থেকে সাদা শার্ট পরব অর্জুনের মতো। ভালই লাগবে।'

মদন মিত্র, অর্জুন সিং
WB BJP: কয়েকদিন ধরেই বেসুরো, ফের কী তৃণমূলের ঝান্ডা হাতে দেখা যাবে অর্জুন সিং-কে?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in