'ভুল করেছিলাম, ভয়ঙ্কর অন্যায় করেছিলাম' - ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনুতপ্ত অনুব্রত

২০১৮-তে ভুল করেছিলাম। অন্যায় করেছি। এবার মানুষের রায় নিয়ে মানুষকে পাশে নিয়েই কাজ করব।' আশ্বাস দিয়ে তিনি বলেন, 'আপনারা পাশে থাকবেন। মানুষ একবার ভুল করে, বারবার নয়।'
অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডলফাইল ছবি
Published on

পুরসভার ভোট করব। এবার মানুষের রায় নেব। রাজনীতিতে বরাবরই বিতর্কিত অনুব্রত মণ্ডল তৃণমূলের বিজয়া সম্মিলনীতে পুরনির্বাচন ও পঞ্চায়েত নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন। ফের খবরের শিরোনামে উঠে এলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আর একইসঙ্গে গত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে দেননি অনুব্রত, এমন অভিযোগকেও যেন কিছুটা স্বীকৃতি দিলেন।

বিজয়া সম্মিলনীর মঞ্চে অনুব্রত বলেন, 'ভোট হবে। ভোট করব। পুরসভার ভোট করব, পঞ্চায়েতও করব। মানুষের রায় নেওয়া দরকার। অনেকেই প্রশ্ন করেন যে, কেন ২০১৮-তে ভুল করেছিলাম। অন্যায় করেছি। এবার মানুষের রায় নিয়ে মানুষকে পাশে নিয়েই কাজ করব।' আশ্বাস দিয়ে বলেন, 'আপনারা পাশে থাকবেন। মানুষ একবার ভুল করে, বারবার নয়।' তাঁর আরও সংযোজন, ‘দয়া করে কাজ করুন। পুরসভার ভোট আসছে। টাউনের প্রেসিডেন্টরা পুরসভা নিয়ে, ব্লক সভাপতিরা পঞ্চায়েত নিয়ে চিন্তাভাবনা করুন।'

প্রসঙ্গত, বিরোধীদের অভিযোগ ছিল, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে অন্য কোনও দলকে প্রার্থী দিতে দেননি কেষ্ট ও তাঁর অনুগামীরা। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে পেশিশক্তি ব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছিল প্রায় সব বিরোধী দল। সেই অভিযোগকেই কী এদিন মান্যতা দিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল!

অনুব্রত মণ্ডল
'বেঁচে থাকতে রাজীবকে হাওড়ায় ঢুকতে দেব না' - হুঁশিয়ারি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in