

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাতারাতি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বীরভূম থেকে প্রায় ২০০টি এবং পশ্চিম মেদিনীপুর থেকে প্রায় ১০০টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
গতকালই বীরভূমের বগটুইয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচুর অস্ত্র-বোমা লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ কর্তাদের সব খুঁজে বার করার নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর রাতারাতি সেই বীরভূম থেকে কয়েকশ বোমা উদ্ধার করল পুলিশ। বীরভূমের মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের ক্যানেলের কাছে ছটি ব্যারেলে বোমাগুলি রাখা ছিল। সূত্র মারফত খবর পেয়ে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা গুলি উদ্ধার করে। ঘটনাস্থল এই মুহূর্তে ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও ৪ বালতি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। কেশপুরের ধলহরা ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি জঙ্গলের মধ্যে থেকে বোমাগুলি উদ্ধার করা হয়েছে। বম্ব স্কোয়াদকে খবর দেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন