TMC: কীর্তি আজাদের নাম করে ২ লক্ষ টাকা প্রতারণা! ধৃত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

People's Reporter: পুলিশ সূত্রে খবর, দূর্গাপুরের একটি দোকান থেকে ১ লক্ষ ৯১ হাজার টাকার মোবাইল ফোন কেনেন এলাকার তৃণমূল নেতা মানস রায়। জানানো হয়, তৃণমূল সাংসদ কীর্তি আজাদের জন্য কিনেছেন।
কীর্তি আজাদ
কীর্তি আজাদছবি - সংগৃহীত
Published on

এবার তৃণমূল সাংসদ কীর্তি আজাদের নাম করে বিরাট অঙ্কের টাকা প্রতারণার অভিযোগ উঠল দলেরই প্রাক্তন কাউন্সিলর এবং তাঁর ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই ওই কাউন্সিলর এবং তাঁর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি দূর্গাপুরের একটি দোকান থেকে ১ লক্ষ ৯১ হাজার টাকার মোবাইল ফোন কেনেন এলাকার তৃণমূল নেতা মানস রায় এবং তাঁর ছেলে অভ্রনীল রায়। দোকানদারকে জানানো হয়, তৃণমূল সাংসদ কীর্তি আজাদের জন্য কিনেছেন। এরপর একটি টাকাও না দিয়ে দোকান ছাড়েন বলে অভিযোগ।

আরও জানা যাচ্ছে, বারবার টাকা চাওয়া হলে সাংসদের নাম করে এড়িয়ে গিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযোগ, একবার চেক দিলেও সেই চেক বাউন্স হয়। এরপর বাধ্য হয়ে সাংসদ কীর্তি আজাদকে সবটা জানান ওই দোকানী।

অভিযোগ শুনে সাংসদ জানান, তিনি কাউকেই ফোন কিনতে বলেননি। এই ঘটনা একেবারেই অজানা। তাঁর স্পষ্ট বার্তা, প্রতারণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেই হোক না কেন, তিনি বরদাস্ত করবেন না। জানা যায়, সাংসদ নিজেই পুলিশকে গোটা ঘটনা জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবা-ছেলেকে ডেকে পাঠায় পুলিশ।

দীর্ঘ সময় জেরার পর পুলিশ তৃণমূল নেতা মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়কে গ্রেফতার করেছে। যদিও পুলিশের দাবি, আপাতত মানস রায়ের নাম তৃণমূলের কোনও ‘অ্যাফিলিয়েশন’ –এ নেই।  

কীর্তি আজাদ
প্রাথমিকে নাম সুপারিশ করেছিলেন ভারতী, দিব্যেন্দু, মমতাবালারা? প্রকাশ্যে CBI-এর চাঞ্চল্যকর নথি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in