শনিবার রাতেই ঘোষিত হয়েছে বঙ্গ বিজেপির ২০ আসনের প্রার্থী তালিকা। এই প্রার্থী তালিকায় বোলপুর থেকে দাঁড় করানো হয়েছে প্রিয়া সাহাকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। পোস্টার পড়তে শুরু করেছে একাধিক এলাকায়। আর এই আবহেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাঁর দাবি, “জেতা আসনে কখন কোটি টাকার ডিল হয়ে যাবে ধরতে পারবেন না।“
রবিবার নিজের ফেসবুকে বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম লেখেন, “জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসি-র সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে ধরতেও পারবেন না। অপনি তখন ব্যস্ত, জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে।“ অনুপমের এই পোস্টের ফলে অস্বস্তিতে বঙ্গ বিজেপি।
একসময় বোলপুরের সাংসদ ছিলেন অনুপম হাজরা। ২০১৪ সালে তৃণমূলের টিকিটে জিতে বোলপুরের সাংসদ নির্বাচিত হন অনুপম। এরপর ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়ে যাদবপুর লোকসভার প্রার্থী হন তিনি। যদিও সেবার তৃণমূলের মিমি চক্রবর্তীর কাছে হারতে হয়েছিল তাঁকে।
অন্যদিকে, ২০১৯ –এর লোকসভাতে বোলপুরে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিল রাম প্রসাদ দাস। যদিও তৃণমূলের অসিত কুমার মালের কাছে হারতে হয় তাঁকেও। আর এবার সেই আসনেই বিজেপির প্রার্থী হচ্ছেন প্রিয়া দাস।
যদিও প্রিয়া দাসকে প্রার্থী করার ফলে জেলায় দলের অন্দরেও শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের প্রিয়া সাহার বিরুদ্ধে পোস্ট করতে দেখা যাচ্ছে। সেই পোস্টে লেখা হচ্ছে, “প্রিয়া সাহা যাকে বিধানসভা নির্বাচনের পর খুঁজে পাওয়া যায়নি তিনি হঠাৎ করে লোকসভার প্রার্থী হলেন কী করে।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন