DYFI: বাম যুব সংগঠনের উত্তরকন্যা অভিযানে উত্তেজনা, লাঠিচার্জ-জলকামান - আটক মীনাক্ষী সহ অনেকে

People's Reporter: বাম যুব সংগঠনের অভিযোগ, রাস্তার বিভিন্ন জায়গায় প্রায় ৪০ থেকে ৫০টি গাড়ি আটকে দিয়েছে পুলিশ। পরে যুবকর্মী সমর্থকরা গাড়ি থেকে নেমে অনেকটা পথ হেঁটে মিছিল যোগ দেন।
বাম যুব সংগঠনের ডাকে উত্তরকন্যা অভিযানে চলছে জলকামান
বাম যুব সংগঠনের ডাকে উত্তরকন্যা অভিযানে চলছে জলকামানছবি সংগৃহীত
Published on
Summary

* এদিন উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বাম যুব সংগঠন।

* আটক মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা সহ একাধিক বাম যুব নেতৃত্ব।

* বামেদের অভিযোগ, মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ, চলেছে জলকামান।

বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ডাকে উত্তরকন্যা অভিযান ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ালো শিলিগুড়িতে। বেকারদের চাকরি, ভাতা সহ অন্যান্য দাবিতে শুক্রবার উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই। যে জমায়েত ঘিরে দফায় দফায় সংঘর্ষ হয়। চলে জলকামান। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে জমায়েত থেকেই আটক করা হয়েছে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ বেশ কয়েকজন যুব নেতৃত্বকে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুব কর্মী।

মিছিল শুরুর আগে এক সমাবেশে মীনাক্ষী মুখার্জি বলেন, আমাদের দাবি যদি ন্যায্য না হয় তাহলে পুলিশ বলুক যে আমরা ভুল। আর যদি আমাদের দাবি ঠিক হয়, ভুল না হয় তাহলে পুলিশকে আমাদের দাবি সনদ উত্তরকন্যায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে।

বেকারি বিরোধী দিবসে DYFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে এদিন শুরু হয় উত্তরকন্যা চলো অভিযান। সকলের হাতে কাজ, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে শুক্রবার দুপুরে বাম যুব সংগঠনের ডাকে বহু বাম যুব কর্মীর উপস্থিতিতে শুরু হয় মিছিল। বেলা দেড়টা নাগাদ শিলিগুড়ির রাস্তায় জনস্রোত আছড়ে পড়ে। শিলিগুড়ির বর্ধমান রোড, তিনবাত্তি মোড়, নৌকাঘাট সহ একাধিক জায়গা অবরুদ্ধ হয়ে পড়ে।

বাম যুব সংগঠনের অভিযোগ, রাস্তার বিভিন্ন জায়গায় প্রায় ৪০ থেকে ৫০টি গাড়ি আটকে দিয়েছে পুলিশ। পরে যুবকর্মী সমর্থকরা গাড়ি থেকে নেমে অনেকটা পথ হেঁটে মিছিল যোগ দেন। বহু জায়গাতে উত্তরকন্যা অভিমুখী জনতাকে রাস্তাতেই আটকে দিয়েছে পুলিশ। উত্তরকন্যা অভিমুখী মিছিল আটকাতে বর্ধমান রোড ধরে নৌকাঘাট পেরিয়ে তিনবাত্তি মোড়ে লোহার ব্যারিকেড করেছিল পুলিশ। প্রথম ব্যারিকেড ভেঙে এগোলেও দ্বিতীয় ব্যারিকেডের আগেই মিছিল থেমে যায়।

ডিওয়াইএফআই নেতৃত্ব বলেন উত্তরকন্যায় যেতে দেওয়া না হলে এখানেই অবস্থান বিক্ষোভ হবে। দুপুর ৩টে নাগাদ নৌকাঘাট পেরিয়ে তিনবাত্তির দিকে এগিয়ে যান যুবকর্মীরা। এরপরেই এলোপাথাড়ি লাঠিচার্জ শুরু হয়। চলে জলকামান। ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এরপরেই আটক করা হয় মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা সহ কয়েকজনকে। জানা গেছে মোট ১৯ জনকে আটক করে এনজেপি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

ডিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ, আক্রান্ত কমরেডদের চিকিৎসার জন্য গাড়ির ব্যবস্থা করতে পারেনি পুলিশ। পরে তাঁকে অটোতে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

বাম যুব সংগঠনের ডাকে উত্তরকন্যা অভিযানে চলছে জলকামান
Minakshi Mukherjee: ভুয়ো স্যালাইন কাণ্ড - মীনাক্ষী-সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা রজু করল পুলিশ
বাম যুব সংগঠনের ডাকে উত্তরকন্যা অভিযানে চলছে জলকামান
SFI-DYFI-AIDWA: তিলোত্তমার বিচারের দাবিতে সোদপুরে রাতভর অবস্থান বিক্ষোভে বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in